বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোয় তুর্কি ধারাবাহিকগুলো পছন্দ করেছেন দর্শকেরা। এবার অনলাইনেই দেখা যাবে বাংলায় ডাব করা তুর্কি ওয়েব সিরিজ। বিনজ ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে দেখা যাবে এটি।
রেড ডিজিটালের এই প্ল্যাটফর্ম যাত্রা করেছে পাঁচ মাস হলো। নানা কনটেন্টের পাশাপাশি এবার তারা দেখাবে তুর্কি ওয়েব সিরিজ ‘লেটস ব্রেকআপ’। রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তুরস্কের জনপ্রিয় পরিচালক ইউসুফ ওমর সিনাভ। প্রযোজনা করেছেন ওসমান সিনাভ।
সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি সিরিজটির স্ক্রিপ্ট লিখেছেন অ্যাইসে ফারদা এরিলমাজ এবং নেহির এরদেম। অভিনয় করেছেন নিলায় দুরু, আরাস আইদিন, গুরজেন ওজসহ আরও অনেকে। প্রথম সিজনে সিরিজটির মোট ১৪টি পর্ব রয়েছে এবং প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৪৫ মিনিট।
ওয়েব সিরিজে দেখা যায়, তরুণ উলাস অনেক নারীর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। কিছুদিন পর উলাস নিজেই তা বিচ্ছেদ করে। কিন্তু উলাসের সঙ্গে বিচ্ছেদের পর সেসব নারী খুঁজে পায় তাদের স্বপ্নের মানুষকে। উলাসের জীবনকাহিনি নিয়ে একটি রিয়েলিটি শো আয়োজনের পরিকল্পনা করে টিভি অনুষ্ঠান নির্মাতা তুরগাই।
এর জন্য তুরগাই আজিজেকে পছন্দ করে। তার কাজ হলো উলাসের সঙ্গে প্রেমের অভিনয় করবে এবং একটা সময় বিচ্ছেদ করে দেবে। কিন্তু শো চলাকালে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে এবং একসময় উলাস সত্যিই প্রেমে পড়ে যায়।
রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, বিনজ একদিকে দেশি ওয়েব সিরিজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, অন্যদিকে বিভিন্ন দেশের জনপ্রিয় ও মানসম্মত কনটেন্টগুলোও বাংলাদেশের বিনোদনপ্রেমী মানুষের কাছে নিয়ে আসতে চেষ্টা করছে। সারা বিশ্বের মতো এখানেও বিদেশি সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে। দর্শকদের এই চাহিদার বিষয়টি বিবেচনা করে বিনজ প্ল্যাটফর্মে বাংলায় ডাব করা তুর্কি, কোরিয়ান, চায়নিজ ও ইংরেজি কনটেন্ট আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিরিজের ডাবিং বাংলাদেশেই করা হবে। দেশের বাচিকশিল্পীরাই এ কাজ করবেন।
জানা গেছে, ওয়েব সিরিজটি ছোট ও বড় স্ক্রিনে (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) হায়ার ডেফিনেশন-এইচডিতে দেখা যাবে। যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে দর্শকেরা বিনজের কনটেন্ট দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনজের কনটেন্ট উপভোগ করতে দর্শকদের গুগল প্লে স্টোর থেকে বিনজ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তিনটি সাবসক্রিপশন প্যাকেজ রয়েছে।