বাবা হারালেন তানজিন তিশা

তানজিন তিশা
তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বাবা আবদুল কাশেম মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিশার সহশিল্পী তৌসিফ মাহবুব।

তৌসিফ জানান, তিশার বাবার শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল, এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি মারা যান।

তিশার পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি শরীয়তপুরে আজ রোববার বাদ জোহর জানাজার পর পারিবারিক কবরস্থানে আবদুল কাশেমের মরদেহ দাফন করা হবে। এরই মধ্যে মরদেহ নিয়ে পরিবারের সবাই শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়েছেন।