বাবাকে ছাড়া প্রথম জন্মদিন যেমন কাটছে তিশার

তানজিন তিশা
সংগৃহীত

আজ তিশার জন্মদিন। এই দিনে তাঁদের বাড়িটা ভরে থাকত হাসি–আনন্দে। কিন্তু আজ যেন বিষাদ ভর করেছে সেখানে। কারণ, বাড়ির সবার প্রিয় মানুষটি গত ১২ ফেব্রুয়ারি চলে গেছেন। বাবা ছাড়া প্রথম জন্মদিনটি আনন্দে পূর্ণ হলো না।

আজ কোনো শুটিং রাখেননি তিশা। সারা দিন বাড়ির মানুষদের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করে রেখেছিলেন। অনেকেই বাড়ির বাইরে জন্মদিনের উৎসব আয়োজন করেন। তিশার ক্ষেত্রে সেটা উল্টো। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়িতেই সময় কাটান তিনি। আর বাড়ির সবচেয়ে ছোট বলে সবাই তাঁকে নিয়েই আনন্দে মেতে ওঠেন। জন্মদিন প্রসঙ্গে তিশা বলেন, ‘বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি, রাত ১২টা ১ মিনিটে বাবাসহ বাসার সবাই মিলে জন্মদিনের কেক কাটেন। কিন্তু এবার বাবাকে পেলাম না। আর পাবও না। অন্য পৃথিবীতে চলে গেছেন। বিষয়টি খুব কষ্টের। বাবার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা ছিল। তাই এবারের জন্মদিনটা আমার ভালো লাগছে না। চেষ্টা করেও আনন্দে থাকতে পারছি না।’

তানজিন তিশা

পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্মদিন বলে কথা! তাই সবাই তাঁকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন। তিশা বলেন, ‘আমি সবার ছোট। তাই পরিবারের সবাই এই দিনে আমাকে নিয়ে মেতে থাকেন। আমাকে সুন্দর কিছু উপহার দিতে চান। এবারও সেটাই করেছেন মা, বড় বোনেরা। তাঁদের ফিসফিসানিতে টের পেয়েছি, সন্ধ্যায় আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে।’ তবে প্রতিবছর জন্মদিনে নিজের জন্য কিছু একটা কেনেন তিশা। এ বছরও কিনেছেন। কিন্তু সেটা কী, জানাতে চাইলেন না তিনি।

তানজিন তিশা

ঈদে খুব বেশি নাটকে কাজ করেননি তিশা। তবে ৯টি নাটক প্রচারিত হয়েছে তাঁর। সংখ্যায় কম হলোও ভালোই সাড়া পেয়েছে নাটকগুলো। তিশা বলেন, ‘প্রতিবারের তুলনায় গত ঈদে আমার নাটকের সংখ্যা ছিল অর্ধেক। এখন সংখ্যার চেয়ে মানের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। তা ছাড়া বাবার মৃত্যুর কারণে একধরনের মানসিক চাপ নিয়ে নাটকগুলোর শুটিং করেছিলাম। এরপরও প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। বিশেষ করে “সাইলেন্স”, “হাফ চান্স”, “চোখ”, “লাভ ট্রিপ”, “পুকুরে ভাসা সংসার”, “ওয়েডিং ক্রাশ” নাটকগুলোতে আমার অভিনয়ের প্রশংসা পেয়েছি। যদিও অভিনয়টা আমি এখনো শিখছি।’

‘সিকিউরিটি গার্ল’ নাটকে তানজিন তিশা

গত কয়েক বছর নিশো ও অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তিশা। কিন্তু বছরখানেক হলো তৌসিফ, জোভান, মুশফিক ফারহানের সঙ্গেও জুটি বেঁধে কাজ করছেন এই অভিনেত্রী। এ বিষয়ে তিশা কী বলেন? ‘একেক ধরনের গল্পে, একেক ধরনের চরিত্রে একেকজন সহশিল্পীর সঙ্গে কাজ করাটাই স্বাভাবিক। দর্শকের সাড়ায় বুঝতে পারছি, বিষয়টি তাঁরাও উপভোগ করছেন। এই ভেরিয়েশনটা আমি নিজেও উপভোগ করছি।’