বাংলাদেশই ফাইনালে যাবে: মারিয়া নূর

মারিয়া নূর
 ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশের ক্রিকেটের ভক্ত হিসেবে আশা, বাংলাদেশই ফাইনালে যাবে। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এ রকম যে এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। দেখা যায় যে খুব ভালো একটা দলও পিছিয়ে পড়ে। আবার যে দলের প্রতি কোনো প্রত্যাশাই নেই, তারাও ভালো করে ফেলে।

বাংলাদেশ দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। যদিও এই সিরিজ দুটি নিয়ে নানান কথা আছে, আমাদের মতো করে পিচ বানিয়ে খেলেছি। তারপরও যদি বলি, তরুণদের নিয়ে বাংলাদেশের যে দলটা এখন হয়েছে, এটা খুবই সম্ভাবনাময় একটা দল।

আমার কাছে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব খুব ভালো লাগছে। নির্ভরতার নাম হয়ে উঠেছেন তিনি। নতুনদের মধ্যে বোলিংয়ে নাসুম আহমেদকে এগিয়ে রাখতে চাই। মোস্তাফিজুর রহমানকে যদিও এখন আর নতুন বলা যায় না, পুরোনো হয়ে গেছেন—তাঁকেও এগিয়ে রাখতে হবে। নতুনদের মধ্যে নুরুল হাসান এবং আফিফ হোসেনের জ্বলে ওঠার সম্ভাবনা আছে। আসলে কে যে জ্বলে উঠবে, ২-৩টি ম্যাচ না গেলে বলা যাচ্ছে না।

মারিয়া নূর

ভারতের ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। ভারত দক্ষতা ও প্রতিভা দুটোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে। ইংল্যান্ডও যেতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কেউ কোনো কথা বলেনি। অথচ তারাই চ্যাম্পিয়ন। ওয়েস্ট ইন্ডিজ দলটাকেও আমি খুব পছন্দ করি, বিশেষ করে এই দলের টি-টোয়েন্টি খেলা তো দারুণ লাগে। ওয়েস্ট ইন্ডিজের খেলায় পেশিশক্তি থাকে। ওটার জোরে দেখা যায়, তাতে তারা অনেকখানি এগিয়েও যায়। ১৬ দলের মধ্যে বাংলাদেশ ছাড়া নিউজিল্যান্ডের খেলা ভালো লাগে। এর আগের নিউজিল্যান্ড যখন শেষ পর্যন্ত লড়ে হেরে যায়, খুব মন খারাপ হয়েছিল। আমার তো মনে হয়, নিউজিল্যান্ড খুবই ভালো দল।