প্রতি মাসের ১ তারিখে তিনি শিল্পীদের চিকিৎসাসেবা দেবেন

সহকর্মীদের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা ডা. এজাজ
ছবি: সংগৃহীত

সহকর্মীদের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা ডা. এস এম এজাজুল ইসলাম। তিনি প্রতি মাসের ১ তারিখে অভিনয় শিল্পী সংঘের অফিসে বিনা মূল্যে সহকর্মীদের চিকিৎসাসেবা দেবেন। শিল্পীদের স্বাস্থ্যসেবার এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটি নেতারা। তাঁরা সহকর্মীদের পরিপূর্ণ স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নিয়েছেন।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘আমরা আজ থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে দায়িত্ব পালন শুরু করলাম। আজ প্রথম দিন ১১ জনের চিকিৎসাসেবা দিয়েছেন আমাদের অভিনেতা ডা. এজাজ ভাই। পর্যায়ক্রমে আরও অনেক চিকিৎসক যোগ হবেন। আমরা ডায়াগনসিসের ব্যবস্থাও করব। আমরা শিল্পী ও কলাকুশলীদের জন্য পরিপূর্ণ স্বাস্থ্যসেবার ব্যবস্থা চালু করতে চাই।’

চিকিৎসা নিচ্ছেন ঊর্মিলা শ্রাবন্তী কর

কেন মনে হলো এ উদ্যোগ নেবেন? এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমাদের হাজারের বেশি সহকর্মী। প্রায়ই তাঁদের সঙ্গে কাজ করতে গিয়ে শুনতে হয় তাঁরা বিভিন্ন রোগ নিয়ে শুটিং করছেন। বুক–পেটে ব্যথা ও অন্যান্য সমস্যা থাকার পরও শারীরিক যত্নকে অবহেলা করছেন। কেউ যাচ্ছি যাচ্ছি করে আর ডাক্তারের কাছে যান না। অনেকের অলসতা আছে। আবার কোন চিকিৎসক ভালো, কার কাছে যাবেন, এ নিয়েও দোটানায় পড়ে যান কেউ কেউ। সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা সবার কথা ভেবেই স্বাস্থ্যসেবার ব্যবস্থা চালু করেছি। চিকিৎসার পরে যাঁদের ওষুধ কেনার সামর্থ্য নেই, তাঁদের সহযোগিতা করা হবে।’

অভিনয় শিল্পী সংঘের অর্থ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন নুরে আলম। তিনিও আজ চিকিৎসাসেবা নিয়েছেন

অভিনয় শিল্পী সংঘের অফিসে সকাল থেকে কিছুটা ভিড়। কারণ, আজ থেকেই ডা. এজাজ তাঁর সহশিল্পীদের চিকিৎসাসেবা শুরু করেছেন। চিকিৎসা নিতে এসেছিলেন অভিনয়শিল্পী ঊর্মিলা শ্রাবন্তী কর, নুরে আলম নয়ন, জাকির হোসেনসহ ১১ জন অভিনয়শিল্পী। সহকর্মীদের সেবা প্রসঙ্গে ডা. এজাজ বলেন, ‘অভিনয় শিল্পী সংঘ ও কলাকুশলীরা আমার আরেকটা পরিবার। সেখানে সেবা করার অর্থ পরিবারের মানুষদের সেবা করছি। অনেক দিন ধরেই আমার এমন পরিকল্পনা ছিল। আমাকে বলার পরই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি আগেই বলে দিয়েছি, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সব সময় আমাকে পাশে পাবেন। আজ ১২টা পর্যন্ত সময় দিয়েছি। প্রয়োজনে সারাদিন সময় দিতে হলেও আমি পাশে আছি।’ তিনি পূর্বে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিনয় শিল্পী সংঘের অর্থ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন নুরে আলম। তিনিও আজ চিকিৎসাসেবা নিয়েছেন। তাঁর সঙ্গে কথা হলে বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। এখন সবাই চাইলে সহজেই সমিতির অফিসে এসে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। আজ এজাজ ভাই আমাদের আশা দেখিয়েছেন। আমার মনে হয়েছে, এর মধ্য দিয়ে সবাই মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাবেন।’