প্রথম আলো অনলাইনে শুরু হচ্ছে বড় মঞ্চের তারকা। দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়াচ্ছেন বিভিন্ন অঙ্গনের যেসব তারকা, তাঁদের নিয়েই এই অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রথম পর্বে আজ দিলারা হানিফ পূর্ণিমার মুখোমুখি হবেন এই সময়ের আলোচিত মুখ আজমেরী হক বাঁধন।
গতকাল সোমবার সন্ধ্যায় বাঁধন বলেন, ‘প্রথম আলো অনলাইন একটা অনুষ্ঠান শুরু করছে, সেটার প্রথম পর্বের অতিথি আমি—নিঃসন্দেহে ভালো লাগছে। পূর্ণিমা আপু তো সব সময় ভালো উপস্থাপনা করেন। বরাবর যে রকম আড্ডা দিই, সে রকমই হয়েছে। ভক্ত ও দর্শকেরা দারুণ উপভোগ করবেন।’
জানা গেছে, প্রতি পর্বেই উঠে আসবে একজন তারকার শুরু থেকে বর্তমান এবং দেশের সীমানা ছাড়িয়ে যাওয়ার গল্প। হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন বিবর্ধন রায়। পরিচালনা করেছেন কবির বকুল।
আজ থেকে প্রতি মঙ্গলবার রাত নয়টায় প্রথম আলোর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।