পূজায় তারকারা কে কোথায়

করোনার কারণে গত বছর দুর্গাপূজাটা সেভাবে উদ্‌যাপন করা যায়নি। এবার তাই উৎসবটা মিস করতে চান না তারকারা। সনাতন ধর্মাবলম্বী তারকাদের কেউ এখন সময় কাটাচ্ছেন গ্রামের বাড়িতে। কেউ আবার ঢাকাতেই আছেন। করোনার সব রকম সতর্কতা মেনেই উৎসব যোগ দিয়েছেন তাঁরা। পূজায় কে কোথায় থাকছেন?

প্রতি পূজাতেই গান নিয়ে ব্যস্ত থাকেন কুমার বিশ্বজিৎ। এবারও ব্যতিক্রম হয়নি। ‘জয় দুর্গা মা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎসহ ১০ শিল্পী। তিনি এবার ঢাকাতেই পূজার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। কিছু জায়গায় গান করার কথা রয়েছে
ছবি : সংগৃহীত
প্রতিবারই পূজার সময়টা গ্রামে কাটানোর চেষ্টা করেন চঞ্চল চৌধুরী। এবারও গিয়েছেন তাঁর জেলা পাবনায়। পূজার দিনগুলো পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গেই কাটাবেন
অভিনেত্রী অরুণা বিশ্বাস ঋতু পরিবর্তনের কারণে কিছুটা অসুস্থ। ঠান্ডা ও জ্বরে কিছুটা কাহিল। অসুস্থ শরীর নিয়েই গ্রামের বাড়ি মানিকগঞ্জে গিয়েছেন পূজা উদ্‌যাপন করতে
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বছরজুড়েই পূজার জন্য অপেক্ষা করেন। কদিন আগেই তিনি রাজশাহীতে পৌঁছেছেন। পূজা উপলক্ষে বাহারি শাড়িতে ফেসবুকে ছবি পোস্ট করছেন। এখন পূজা ছাড়া ভাবনায় আর কিছু নেই। এটা তাঁর কাছে আনন্দের অবসর
অভিনেত্রী অপর্ণা ঘোষের জন্য এবারের পূজাটা বিশেষ। বিয়ের পর প্রথম পূজা। পরিবারের সঙ্গে ঢাকাতেই কাটাবেন
ছোট পর্দার অভিনেত্রী মৌটুসী পরিবারের সঙ্গে পূজা করতে খুলনায় গিয়েছেন। পরিবারের বেশির ভাগ সদস্যই খুলনাতেই থাকেন
নাটক ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা মনোজ প্রামাণিক। কাজকে অবসর দিয়ে ফিরেছেন গ্রামের বাড়ি নওগাঁয়। পরিবারের সঙ্গে বিশেষ দিনগুলো কাটাবেন
ঢাকার কেরানীগঞ্জের ছেলে শিপন মিত্র। সব সময় ঢাকাতেই পূজা উদ্‌যাপন করেন। তবে সেখানে আত্মীয়স্বজন তেমন কেউ থাকেন না। পরিবার ও বন্ধুদের সঙ্গে এবারের পূজার সময় উদযাপন করছেন তিনি
‘গলুই’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী পূজা চেরি ফিরেছেন ঢাকায়। পরিবারের সঙ্গে ঢাকাতেই পূজা উদ্‌যাপন করছেন। সেজেছেন পূজার সাজে