চলতি মাসেই মুক্তির কথা ছিল শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়াদের ছবি ‘নবাব এলএলবি’। এ জন্য টানা শুটিং করে গেছেন পরিচালক। শুটিংয়ের পরে ছবির সম্পাদনা ও ডাবিংয়ের কাজও প্রায় শেষ। বাকি কেবল দুটি গানের শুটিং। চলতি মাসের ৭ তারিখ থেকে মালদ্বীপে শাকিব-মাহির ওই গান দুটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল করে ১৬ অক্টোবর নতুন তারিখ ঠিক করা হয়। কিন্তু সেই তারিখও বাতিল হয়ে গেছে মাহির পাসপোর্ট-জটিলতায়।
মাহির পাসপোর্টের মেয়াদ শেষ। নবায়ন করতে জমা দেওয়া হয়েছে। কিন্তু সঠিক সময়ের মধ্যে সেটি হাতে আসেনি তাঁর। ফলে ১৬ অক্টোবর শুটিং করতে মালদ্বীপে যাওয়া হচ্ছে না ‘নবাব’-এর শুটিং ইউনিটের। পরিচালক অনন্য মামুন বলেন, ‘আগে একবার শুটিংয়ের শিডিউল পরিবর্তন করা হয়েছে।
আশা করেছিলাম, এবার নির্ধারিত সময়ে যেতে পারব। কিন্তু মাহির কাছে শুনলাম তাঁর পাসপোর্ট এখনো হাতে আসেনি। আরও তিন-চার দিন সময় লাগতে পারে। সুতরাং এবারের তারিখেও শুটিং করা গেল না।’
তবে এ মাসের মধ্যেই শুটিং শেষ করতে চান এই নির্মাতা। তাই যেকোনো সময় শুটিংয়ের জন্য তাঁরা প্রস্তুত। তাঁদের আশা, ১৯ বা ২০ অক্টোবরের মধ্যে মালদ্বীপে যেতে পারবেন।
এদিকে গত বুধবার পর্যন্ত শিহাব শাহিনের ‘মরীচিকা’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন মাহিয়া মাহি। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। ১০ পর্বের এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাবে। ঢাকার বাইরে অবস্থান করা মাহি ফোনে প্রথম আলোকে বলেন, ‘“মরীচিকা” ওয়েব সিরিজের কাজ গত বুধবার পর্যন্ত করেছি। এরপর ঢাকার বাইরে একটু ঘুরতে এসেছি। সিরিজটির শুটিং শেষ করতে আরও কয়েক দিন লাগবে।’
মাহির পাসপোর্টের মেয়াদ শেষ। নবায়ন করতে জমা দেওয়া হয়েছে। কিন্তু সঠিক সময়ের মধ্যে সেটি হাতে আসেনি তাঁর। ফলে ১৬ অক্টোবর শুটিং করতে মালদ্বীপে যাওয়া হচ্ছে না ‘নবাব’-এর শুটিং ইউনিটের। পরিচালক অনন্য মামুন বলেন, ‘আগে একবার শুটিংয়ের শিডিউল পরিবর্তন করা হয়েছে।