আজ ১ মার্চ এক বছর পূর্ণ করল বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি। এ উপলক্ষে চ্যানেলটির পর্দায় থাকছে বিশেষ আয়োজন। সকাল ১০টায় থাকবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘আমার স্বপ্ন তুমি’। বেলা ১টায় বিশেষ ‘চিত্রালী’। এদিন বেলা আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সম্প্রচারে নাগরিকের গানের মেলা’ নামে গানের অনুষ্ঠান। এতে পর্যায়ক্রমে গান পরিবেশন করবেন আঁখি আলমগীর, কনা, রবি চৌধুরী, রাজিব, মুহিন, রাজা, শফি মণ্ডল, মজিব, প্রতীক হাসান, কর্ণিয়া, পাগলা বাবুলসহ জনপ্রিয় শিল্পীরা।
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ‘হাজার টাকার বাজি, সোলেমান হাজারী’। সন্ধ্যা ৭টায় বিশেষ ‘বলা না বলা’। এটি উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার। রাত ৮টায় শফিকুর রহমান শান্তুনুর রচনায় এবং নাজমুল রনির পরিচালনায় বিশেষ নাটক ভালোবাসা দাও। অভিনয় করেছেন অপূর্ব, মৌসুমী হামিদ, পীরজাদা হারুন ও অবাক। রাত নয়টায় প্রচারিত হবে সাইফুর রহমানের রচনায় মেহেদী হাসানের পরিচালনায় নাটক ‘ভাই শুধু নায়ক হইতে চায়’। অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, মিলি বাসার, কায়েস চৌধুরী প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায় এক বছর’। প্রাণ রায়ের উপস্থাপনায় এতে অতিথি হবেন ভাবনা, ফারুক আহমেদ, অনিমেষ আইচ। একই শিরোনামে আরও একটি অনুষ্ঠান প্রচারিত হবে রাত সাড়ে ১০টায়। এটি উপস্থাপনা করেছেন অভিনেতা সাজু খাদেম। অতিথি হবেন মোশাররফ করিম, জেনি, কচি খন্দকার।
আর রাত ১১টা ১৫ মিনিট থেকে থাকছে ইমরান এবং পূজার অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান ‘গানের মেলা’।