নতুন ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন তারকারা

করোনায় দুই বছর ঘরবন্দী ঈদ উদ্‌যাপনের পর এবার মুক্তির আনন্দ পেলেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন তাঁরা।

জনপ্রিয় গায়ক মিনার তাঁর মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’
ছবি : সংগৃহীত
অভিনেত্রী জাকিয়া বারী মম তাঁর সন্তান উদ্ভাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এল খুশির ঈদ...ঈদ মোবারক।’
ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরি ও সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ ছবিটি। ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন সিয়াম। একই সঙ্গে জানিয়েছেন, তাঁর অভিনীত ছবিটি হাউসফুল যাচ্ছে।
পেশাগত কাজের কারণে ঢাকায় থাকা হলেও ঈদ কিংবা অন্যান্য উৎসবে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কলাপাড়ায় চলে যান। এবারও তা-ই করেছেন। গ্রামের বন্ধুবান্ধবের সঙ্গে ঈদ উৎসবে মেতে ওঠেন। সাইমন তাঁর ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ আমরার কইলজার গ্রামোঈ। ঈদ মোবারক।’
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান ‘কমলা রঙের রোদ ২’ নাটকের একটি পোস্টার তাঁর ফেসবুক পেজে পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
হাতে মেহেদি দেওয়া কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এ প্রজন্মের অভিনয়শিল্পী সাফা কবির লিখেছেন, ‘উইশ ইউ অল আ ভেরি হ্যাপি অ্যান্ড পিসফুল ঈদ। ঈদ মোবারক।’ ১০. নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ একাধিক ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সারিকা সাবাহ মেহেদি পরা হাতে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, ‘ঈদ মোবারক। আমি শেষবার মেহেদি পরেছিলাম সম্ভবত ছয় বছর আগে। এখন মনে হয় ঈদ!’
চিত্রনায়ক মামনুন ইমন তাঁর স্ত্রীসহ একটি ছবি ফেসবুকে পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনয়শিল্পী দীপা খন্দকার-শাহেদ আলী তাঁদের সন্তানদেরসহ একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
চিত্রনায়ক ফেরদৌস তাঁর ফেসবুক পেজে একটি ছবি-সংবলিত কার্ড পোস্ট করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার সাদামাটা ঈদ, ঈদ মোবারক।’
অভিনেত্রী তিশা একটি ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।