তিন দিনের ঈদ আয়োজন

>
১. তানজিন তিশাকে দেখা যাবে এনটিভির ডুডল অব লাভ টেলিছবিতে, এটি ইউটিউবে বঙ্গ টিভি নামের চ্যানেলেও দেখা যাবে। ২. তাহসান আর নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে আরটিভির মিস্টার পরিষ্কার নাটকে। ৩. সিয়াম অভিনীত ফাগুন হাওয়ায় ছবিটি প্রথমবারের মতো টিভির পর্দায় দেখাবে চ্যানেল আই। ৪. মোশাররফ করিম অভিনয় করেছেন চ্যানেল আইয়ের বাদশাহ আলমগীরের লটারি নামের একটি নাটকে।
১. তানজিন তিশাকে দেখা যাবে এনটিভির ডুডল অব লাভ টেলিছবিতে, এটি ইউটিউবে বঙ্গ টিভি নামের চ্যানেলেও দেখা যাবে। ২. তাহসান আর নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে আরটিভির মিস্টার পরিষ্কার নাটকে। ৩. সিয়াম অভিনীত ফাগুন হাওয়ায় ছবিটি প্রথমবারের মতো টিভির পর্দায় দেখাবে চ্যানেল আই। ৪. মোশাররফ করিম অভিনয় করেছেন চ্যানেল আইয়ের বাদশাহ আলমগীরের লটারি নামের একটি নাটকে।

আবার এসেছে ঈদ, আবার সাজ সাজ হুল্লোড়ে টিভি চ্যানেলগুলো প্রস্তুত। তারকায় ভরপুর ঈদ আয়োজন নিয়ে আমাদের এবারের ঈদ বিনোদন।

অভিনয়শিল্পী অনন্ত ও বর্ষা অতিথি হয়ে এসেছেন মাছরাঙার ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।

সকাল-দুপুর
মাছরাঙা
সকাল ৭টা রাঙা সকাল (অতিথি: রন্ধনশিল্পী লুবনা ফেরদৌস)। ৯টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কন্যাদান। অভিনয়ে সালমান শাহ, লিমা। দুপুর ১২টায় কার্টুন মোটু পাতলু। ১২.৩০ কার্টুন শিবা। বেলা ২.৩০ কার্টুন গাট্টু বাট্টু। বেলা ৩টায় কার্টুন চাচা ভাতিজা।

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ এবারও থাকছে চ্যানেলটির ঈদ অনুষ্ঠানমালায়

চ্যানেল আই
সকাল ৯.৩০ পূরবী ঈদ আনন্দ। ১০.১৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র গোয়েন্দাগিরি। পরিচালনায় নাসিম সাহনিক। অভিনয়ে চৈতি, কচি খন্দকার, তানিয়া বৃষ্টি, মিম চৌধুরী প্রমুখ। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার রাজকন্যা। রচনায় অরুণ চৌধুরী। পরিচালনায় রাজু আলীম। অভিনয়ে মৌসুমী হামিদ, শিপন মিত্র প্রমুখ।

দেশ টিভি
সকাল ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র টাকার চেয়ে প্রেম বড়। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ৩টায় মিউজিক্যাল লাইভ: সুর আর গান (শিল্পী: ইউসুফ আহমেদ খান ও নন্দিতা)।

শাকিব খান

দীপ্ত টিভি
সকাল ৯.৩০ ঈদ স্পাইসি কিচেন। ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বলবো না ভালোবাসি। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, শাকিল খান, শাবনূর। বেলা ১.৩০ আমাদের ছবি আমাদের গান। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কথা দাও সাথী হবে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

এটিএন বাংলা
সকাল ৯.৩০ ছোটদের অনুষ্ঠান ঈদের খুশি-১। ১০.২০ মৌসুমী’স লাইভ কিচেন-২। ১০.৫০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রেমিক নাম্বার ওয়ান। বেলা ২.২০ ঈদ রঙ্গমেলা। বেলা ৩টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র লিডার।

বাংলাভিশন
সকাল ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ঢাকার কিং। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর। বেলা ১.০৫ নাটক আরমান ভাই কয়া পারছে। ২.১০ টেলিছবি বাহিরে উড়ে জোছনা; রচনা ও পরিচালনায় মোহন খান। অভিনয়ে সজল, ভাবনা, ফারজানা চুমকি, প্রাণ রায় প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
সকাল ৮.১৫ বৈশাখীর সকালের গান। ৯টায় একক নাটক ঘরকা মুরগি ডাল বরাবর। গল্প: টিপু আলম; পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে সজল, অর্ষা প্রমুখ। ১০.১৫ একক নাটক হঠাৎ সেলিব্রেটি। বেলা ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। দুপুর ১২.৩০ শিশুদের নৃত্যানুষ্ঠান ইচ্ছে ঘুড়ি। বেলা ১টায় শুধু সিনেমার গান। ১.৩০ পাপেট ড্রামা গল্পের দেশে। ২.২০ টেলিছবি আয়না মতি।

চ্যানেল নাইন
সকাল ৯টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এক বুক জ্বালা। পরিচালনায় শাহিন সুমন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, ফেরদৌস, মৌসুমী। বেলা ২টায় টেলিছবি তুমি দাঁড়িয়ে। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে নাঈম, অর্ষা, তানভীর। বেলা ৩.৩০ একক নাটক মাই ইমোশনাল গার্লফ্রেন্ড। পরিচালনায় রিজওয়ানুল ইসলাম। অভিনয়ে জোভান, টয়া।

একুশে টিভি
সকাল ১০.৩০ ধারাবাহিক নাটক জুনিয়র আর্টিস্ট। রচনায় রাজীব মনি দাস। পরিচালনায় কাজী সাইফ আহমেদ। অভিনয়ে মীর সাব্বির, রওনক হাসান, জামিল, এ্যানি খান, রুনা খান, কচি খন্দকার, মনিরা মিঠু, নাজিরা মৌ, আরফান প্রমুখ। দুপুর ১২টায় কমেডি শো একুশের ঈদের ঢোল। ১২.৩০ বিফ ফিউশন; (অতিথি: ইমতু রাতিশ ও জাহিদ হোসেন শোভন)। বেলা ১টায় একক নাটক পিক পকেট। রচনায় টিতলি মাহবুব। পরিচালনায় রাহাত মাহমুদ। অভিনয়ে জোভান, জাহারা মিতু। ২.৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ভালোবাসা এক্সপ্রেস। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

নাগরিক টিভি
সকাল ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র তোমাকে চাই। অভিনয়ে সালমান শাহ, শাবনূর। বেলা ১টায় নাটক টাইম পাস। অভিনয়ে সাফা, তৌসিফ। বেলা ২.৩০ ফুল অ্যান্ড ফাইনাল। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা।

এনটিভি
সকাল ৮টায় শিশুতোষ অনুষ্ঠান ঘাস ফড়িং। ৮.৩০ তারকা জুটি (অতিথি: সিয়াম ও পূজা)। ১০.০৫ পূর্ণদৈঘ্য বাংলা চলচ্চিত্র মোঘল-এ-আযম। অভিনয়ে সোহেল রানা, মান্না, শাবনূর প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি কোরবানি। রচনায় আবির ফেরদৌস ও শহীদ উন নবী। পরিচালনায় শহীদ উন নবী। অভিনয়ে সজল, মিশু সাব্বির, মৌসুমী হামিদ, অর্ষা, লুত্ফর রহমান জর্জ, কচি খন্দকার, সাচ্চু প্রমুখ।

আরটিভি
সকাল ১০.০৫ সিসিমপুর সরাসরি। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র লাভ ম্যানেজ। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২টায় ধারাবাহিক নাটক ম্যানেজ মকবুল। রচনা: পলাশ মাহবুব। পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ প্রমুখ। ২.২৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র টাইগার নাম্বার ওয়ান। অভিনয়ে শাকিব খান, সাহারা, নিপুণ প্রমুখ।

গাজী টিভি
সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বুকের ভিতর আগুন; অভিনয়: সালমান শাহ, শাবনূর, রাজিব প্রমুখ। বেলা ২.৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কপাল; অভিনয়: শাকিব খান, শাবনূর প্রমুখ।


বিকেল–সন্ধ্যা
বাংলাদেশ টেলিভিশন
৪.১০ ঈদ আলাপন রদ্যেভু। ৬.১৫ গান আলাপন। ৭টা দ্বৈত সংগীতানুষ্ঠান (শিল্পী: অর্ণব ও মিথিলা)।

মাছরাঙা
বিকেল ৪.৩০ কার্টুন ভির দ্য রোবট বয়। সন্ধ্যা ৭.৩০ ধারাবাহিক নাটক ২৫/২ কাঠমান্ডু ভ্যালি। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম প্রমুখ।

চ্যানেল আই
বিকেল ৫.৪০ সৈয়দ আব্দুল হাদীর একক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক খালি খালি নোয়াখালী (ছোটকাকু সিরিজ)। পরিচালনায় আফজাল হোসেন। অভিনয় আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ৭.৪০ নাটক পরীর নাম ময়নাপক্ষী। রচনায় কাজী শহিদুল ইসলাম। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু।

দেশ টিভি
সন্ধ্যা ৬টায় ছায়াছবির গানের বিশেষ অনুষ্ঠান। ৭.৩৫ নাটক জামাই জব্দ। রচনায় শফিকুর রহমান। পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয় মীর সাব্বির, তাসনুভা তিশা প্রমুখ।

দীপ্ত টিভি
বিকেল ৫টা একক নাটক কাজল রেখার কোরবানি। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয় পূর্ণিমা, চঞ্চল চৌধুরী। সন্ধ্যা ৬টায় একক নাটক টেডি মোস্তফা। রচনা ও পরিচালনায় তারেক রহমান। অভিনয়ে শাওন, শেহতাজ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু। সন্ধ্যা ৭টা ধারাবাহিক নাটক ভাইজান। রচনা মমিনুল ইসলাম। পরিচালনায় জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম, আলীরাজ, সুমনা সুমা। ৭.৩০ বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান।

এটিএন বাংলার বিউটি ফুল নাটকে দুই রূপে দুই শিল্পীকে। বিউটি ফুল নাটকটি ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

এটিএন বাংলা
সন্ধ্যা ৬টা খণ্ডনাটক ফাহিম দ্য গ্রেট ফাজিল-২। পরিচালনা মেহেদী হাসান। অভিনয় তৌসিফ মাহবুব, সাফা কবির। ৭.৩০ ধারাবাহিক নাটক একটি ডিভোর্সের জন্য। পরিচালনা মোহন খান। অভিনয় মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমুখ।

মেহ্‌জাবীন ও আফরান নিশো জুটিকে নানারূপে পাওয়া যাবে এবারের ঈদ অনুষ্ঠানমালায়। এখানে যেমন দেখা যাচ্ছে বাংলাভিশনের জুঁই তোকে একটু ছুঁই

বাংলাভিশন
বিকেল ৫.০৫ একক নাটক মি অ্যান্ড ইউ। রচনা ও পরিচালনা কাজল আরেফিন। অভিনয় নিশো, তানজিন তিশা প্রমুখ। ৫.৫৫ একক নাটক ব্যাচেলর ঈদ। রচনা ও পরিচালনা কাজল আরেফিন। অভিনয় তৌসিফ, মিশু সাব্বির, সাফা প্রমুখ। সন্ধ্যা ৬.৪৫ ধারাবাহিক নাটক কবুল বলিল কে। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয় মোশাররফ করিম, অপর্ণা, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, ফারুক আহমেদ, আরফান আহমেদ, মারজুক রাসেল, খুশী, জুঁই করিম, রিমু, রেজা, মাসুদ হারুন প্রমুখ। ৭.৫০ একক নাটক রাজকুমারী কিংবা লাবণ্যর গল্প। পরিচালনা ইমরান ইমন। অভিনয় নুসরাত ইমরোজ তিশা, সজল, ফজলুর রহমান বাবু প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
বিকেল ৫.১৫ ফানি মোমেন্ট। ৫.৪৫ ফোক সং। সন্ধ্যা ৬.২০ ধারাবাহিক নাটক হিসাবের পাগল। ৭.৩০ ধারাবাহিক নাটক মফিজের লাইফস্টাইল।

চ্যানেল নাইন
বিকেল ৫.৫০ ধারাবাহিক নাটক মুশকিল আসান ডটকম। পরিচালনা ফিরোজ খান। অভিনয় তাসনিয়া ফারিন, ফারহান, মৌরি সেলিম, তানভীর, আর্ফি। সন্ধ্যা ৭টা একক নাটক তোমার হাজবেন্ড কি জানে?। পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয় তৌসিফ, সাবিলা নূর।

একুশে টিভি
সন্ধ্যা ৬.২০ ধারাবাহিক নাটক বংশমর্যাদা। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান। অভিনয়ে শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ, ঝুনা চৌধুরী, মিথিলা। ৭.২০ ধারাবাহিক নাটক জামাই হাজির। রচনা জাকির হোসেন। পরিচালনা ফরিদুল হাসান। অভিনয় আমিরুল হক, চিত্রলেখা গুহ, হুমায়রা হিমু, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, সাজু খাদেম, এজাজুল ইসলাম, অহনা প্রমুখ।

নাগরিক টিভি
সন্ধ্যা ৬টা ধারাবাহিক নাটক বোকা জামাই। রচনা লিটু সাখাওয়াত। পরিচালনায় এস এম শাহীন। অভিনয় সাজু খাদেম, আরফান আহমেদ, অপর্ণা প্রমুখ। সন্ধ্যা ৬.৪০ ধারাবাহিক নাটক বাকির নাম ফাঁকি। রচনা ও পরিচালনা সোহাগ কাজী। অভিনয়ে মীর সাব্বির, অহনা প্রমুখ। ৭.২০ ধারাবাহিক নাটক এক্সফেল ফয়েজ। রচনা ও পরিচালনায় শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, সাজু খাদেম, জামিল, অহনা।

এনটিভি
বিকেল ৫.১০ শিশুতোষ ম্যাগাজিন রঙের মেলা। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য পাপ্পি। চিত্রনাট্য তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা রেদওয়ান রনি। অভিনয় মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী প্রমুখ। ৬.৪৫ ধারাবাহিক নাটক কুহক। রচনা মেজবাহউদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা শিহাব শাহীন। অভিনয় অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।

আরটিভি
বিকেল ৫.৪৫ একক নাটক বেস্ট ফ্রেন্ড ২। রচনা ও পরিচালনা প্রবীর রায় চৌধুরী। অভিনয় জোভান, তানজিন তিশা, মনোজ কুমার প্রমুখ। সন্ধ্যা ৭.৫০ ধারাবাহিক নাটক আনমাইন্ডফুল। রচনা আশরাফুল চনচল। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, শখ, হান্নান শেলী, শামীম জামান, শিল্পী সরকার অপু, কাজল সুবর্ণা প্রমুখ।

গাজী টিভি
সন্ধ্যা ৬.০০ আজকের অনন্যা। ৭.৩০ টেলিছবি অঘ্রানের মেঘ; রচনা: মাসুম শাহরিয়ার; পরিচালনা: চয়নিকা চৌধুরী।

দুরন্ত টিভি
ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা দ্য ফেইরি টেলার: হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মডার্ন ক্লাসিকস নামে সিনেমা দেখানো হবে ছোটদের প্রিয় চ্যানেল দুরন্ত টিভিতে। এ ছাড়া ঈদ উপলক্ষে শিশুদের জন্য আরও পাঁচটি মজার সিনেমা দেখা যাবে দুরন্তর পর্দায়। এগুলো হলো টিনটিন অ্যান্ড দ্য লেক অব শার্কস (ঈদের দিন, রাত ১০টায়), টিনটিন: দ্য সেভেন ক্রিস্টাল বলস অ্যান্ড প্রিজনারস অব দ্য সান (ঈদের দ্বিতীয় দিন, রাত ১০টায়), টিনটিন: দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার (ঈদের তৃতীয় দিন, রাত ১০টায়), দ্য লিজেন্ড অব স্নো হোয়াইট (ঈদের চতুর্থ দিন, রাত ১০টায়) আর ওয়েলকাম ব্যাক পিনোকিও (ঈদের পঞ্চম দিন, রাত ১০টায়)।

বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের দুই উপস্থাপক চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পপি

রাত
বাংলাদেশ টেলিভিশন
৯টায় ছায়াছন্দ। ১০.২০ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা।

মাছরাঙার ‘ম্যাড ক্যাফে’ অনুষ্ঠানে অতিথির আসনে নুসরাত ফারিয়া

মাছরাঙা
রাত ৮টায় স্টার নাইট (অতিথি: সাদিয়া ইসলাম মৌ)। রাত ৯.০০ নাটক ওয়াটার। রচনায় রুম্মান রশিদ খান। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে তারিক আনাম খান, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ প্রমুখ। রাত ১০.৩০ নাটক কিডন্যাপড। রচনা ও পরিচালনায় শাহনেওয়াজ রিপন; অভিনয়ে ইরফান সাজ্জাদ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। রাত ১১.৩০ টেলিছবি লাস্ট গুড বাই। গল্প সাফা কবির। চিত্রনাট্য ও পরিচালনায় মেহেদী হাসান। অভিনয়ে তৌসিফ, সাফা কবির প্রমুখ।

চ্যানেল আই
রাত ৯.৩৫ নাটক বালিশ বিলাস। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে মামনুন ইমন, সুমাইয়া শিমু, আবুল হায়াত প্রমুখ। ১১.৪৫ ভালোবাসার বাংলাদেশ।

দেশ টিভি
রাত ৮.৪৫ নাটক যে রাতে সে এসেছিলো। রচনায় মেজবাহউদ্দীন সুমন। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে শ্যামল মাওলা, শাওন, জেনী প্রমুখ। রাত ১০.০০ লাইভ মিউজিক ফেস্ট (শিল্পী: ইমরান)।

দীপ্ত টিভির বিয়ে করা বারণ নাটকে বউ সাজে সাফা কবির

দীপ্ত টিভি
রাত ৮.৩০ একক নাটক মায়া। রচনা ও পরিচালনায় সুমন আনোয়ার। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। ৯.৩০ বিদেশি ধারাবাহিক ফাতমাগুল। ১০.৩০ নাচের অনুষ্ঠান সাত রঙের ছন্দে। ১১.০০ একক নাটক নো ওয়ে আউট। রচনা ও পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয়ে সাফা কবির, জোভান।

এটিএন বাংলার অজ্ঞ বিজ্ঞ সমাচার নাটকে শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, মম, মীর সাব্বির ও আবুল হায়াত

এটিএন বাংলা
রাত ৮টায় খণ্ডনাটক চুটকি ভান্ডার-৮। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম প্রমুখ। ৮.৩০ নাটক অজ্ঞ বিজ্ঞ সমাচার। পরিচালনায় হানিফ সংকেত। অভিনয়ে মম, মীর সাব্বির, শহীদুজ্জামান সেলিম. আবুল হায়াত, দিলারা জামান। ৯.৩০ ধারাবাহিক নাটক লেকুর এভারেস্ট জয়। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, প্রাণ রায় প্রমুখ। ১০.৩০ ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান। ১১.৩০ টেলিছবি রোদ দুপুরে হঠাৎ বৃষ্টি। রচনায় আসাদুজ্জামান সোহাগ। পরিচালনায় প্রতীক আহমেদ। অভিনয়ে মৌসুমী হামিদ, নাঈম, নাদিয়া মীম, এস এন জনি প্রমুখ।

বাংলাভিশন
রাত ৮.৪০ ধারাবাহিক নাটক আলাল-দুলাল। রচনায় মুনতাহা বৃত্তা। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, শবনম ফারিয়া, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম প্রমুখ। ৯.০৫ একক নাটক অপ্রত্যাশিত ভালোবাসা ৩। রচনায় সেজান নূর। পরিচালনায় মাহমুদুর রহমান। অভিনয়ে নিশো, মেহ্জাবীন প্রমুখ। ৯.৫৫ ধারাবাহিক নাটক চরিত্র: ভাড়াটিয়া। রচনা ও পরিচালনায় মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা প্রমুখ। ১১.০০ ঈদ উপলক্ষে সাত পর্বের ধারাবাহিক নাটক অতঃপর শিক্ষিত বউ। রচনায় কাজী শাহীদুল ইসলাম। পরিচালনায় সালাহ্উদ্দিন লাভলু। অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলু, নিলয়, শশী, ছন্দা, আহসানুল হক মিনু প্রমুখ। রাত ১১.৪৫ একক নাটক অভিমানী কাজল। রচনায় আদিবাসী মিজান। পরিচালনায় জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া নদী, নেহা, শামীমা নাজনীন, পাভেল, মমিন বাবু প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
ঈদের দিন
রাত ৮.১০ একক নাটক ভাবীর দোকান-২। ৯.১৫ ধারাবাহিক নাটক জামাই বাজার। ১০.৩০ ধারাবাহিক নাটক লো-প্রেশার। ১১.১০ ধারাবাহিক নাটক ভানুমতি ডট কম। ১১.৪৫ নাটক লাল দালান।

চ্যানেল নাইনের লায়লা মজনুর কুরবানী নাটকে অপূর্ব

চ্যানেল নাইন
রাত ৮টায় একক নাটক নান্টুপাল্টু। পরিচালনায় মজুমদার রিংকু। অভিনয়ে শ্যামল মওলা, আলমগীর নিলয়, মিথিলা। ৯.০০ একক নাটক গোলাপী কামিজ। রচনায় মহিদুল মহিম। পরিচালনায় মহিদুল মহিম। অভিনয়ে অপূর্ব, মেহ্জাবীন। ১০.০০ ধারাবাহিক নাটক বিয়ে করবোই না। পরিচালনায় এস এ হক অলিক। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, স্নিগ্ধা মোমিন।

একুশে টিভি
রাত ৮টায় একক নাটক বিয়ে হবে। রচনায় এস সিরাজী। পরিচালনায় স্বাধীন ফুয়াদ। অভিনয়ে মিশু সাব্বির, নাদিয়া মিম প্রমুখ। ৯.১৫ আমার ছবি, আমার গান (অতিথি ও উপস্থাপক: মাহিয়া মাহি)। রাত ১০.০০ একক নাটক বাও বাতাস। রচনা ও পরিচালনায় সুমন আনোয়ার। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া। রাত ১১.২০ ধারাবাহিক নাটক মামা ভাগ্নের চরিত্র ফুলের মতো পবিত্র। রচনায় জাহিদ হোসেন শোভন। চিত্রনাট্যে এম এম দুলাল। পরিচালনায় রাশেদ বিপ্লব। অভিনয়ে চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, অহনা, হুমায়রা হিমু, ইুমতু রাতিশ, জামিল, জাহিদ হোসেন শোভন। রাত ১২.০০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সুন্দরী বধূ। অভিনয়ে রিয়াজ, শাবনূর।

নাগরিক টিভির বিশেষ ঈদ ধারাবাহিক নাটকে অহনা ও আ খ ম হাসান

নাগরিক টিভি
রাত ৮টায় একক নাটক গল্পের একমাত্র আগন্তুক। পরিচালনায় সোহেল আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, তিশা। ৯.০০ ধারাবাহিক নাটক মিস্টার হেলানম্যান। রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে জাহিদ হাসান, আনিকা কবির শখ প্রমুখ। ৯.৪০ ধারাবাহিক নাটক তিন রাস্তার ভূত। চিত্রনাট্য ও পরিচালনায় তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে রিয়াজ, সারিকা, চম্পা, এজাজুল ইসলাম প্রমুখ। ১০.২০ একক নাটক সুইট সিক্সটিন। রচনায় টিকলি মাহমুদ। পরিচালনায় রাহাত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, জাহারা মিতু প্রমুখ। রাত ১১.২০ সরাসরি: গানের মেলা (শিল্পী: আঁখি আলমগীর)।

এনটিভি
রাত ৮টায় নাটক তোমার চোখে চেয়ে। রচনা ও পরিচালনায় সাগর জাহান; অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। ৯.০০ বিফ সাফারী (উপস্থাপনা: নাবিলা)। ৯.২৫ একক নাটক পাদুকা সমাচার। রচনা ও পরিচালনায় তৌকীর আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, রওনক হাসান, অর্ষা প্রমুখ। ১১.১০ একক নাটক ভালোবাসার রঙ থাকে না। রচনায় মেজবাহউদ্দীন সুমন। পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ১২.১০ একক নাটক হার্টলেস। রচনায় এস এম সালাউদ্দিন। পরিচালনায় এ আর বেলাল। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিন, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ।

ক্ষণিকের আলো নাটকে অপি করিম ও চঞ্চল চৌধুরী। এটি আরটিভিতে দেখা যাবে

আরটিভি
রাত ৮.৩০ একক নাটক জোকার জসিম। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, সাবিলা নূর প্রমুখ। ৯.৩৫ ধারাবাহিক নাটক হেভিওয়েট মিজান। রচনায় বৃন্দাবন দাস। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, আরফান আহমেদ, শাহনাজ খুশি, আহসান হাবীব নাসিম, সাজু খাদেম, নাবিলা ইসলাম, মাসুদ হারুন প্রমুখ। ১০.০০ একক নাটক অহংকার। রচনায় রিয়াজুল আলম। পরিচালনায় শেখ সেলিম। অভিনয়ে নোবেল, শখ প্রমুখ। ১১.০৫ একক নাটক রূপা ভাবি। রচনায় মেজবাহউদ্দিন সুমন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তারিন জাহান প্রমুখ। ১১.৪৫ টেলিছবি কোনো এক বিকেলে হলুদ শাড়ি। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

গাজী টিভি
রাত ৯.০০ নাটক বিবাহের জন্য নহে; রচনা ও পরিচালনা: শহিদ উন নবী; অভিনয়: এফ এস নাঈম, নাদিয়া। ১০.৩০ ধারাবাহিক নাটক ফ্যামিলি সিক্রেট; পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, মিশু সাব্বির, সারিকা, শিল্পী সরকার অপু প্রমুখ। ১১.০০ নাটক নিলা কইতর; রচনা ও পরিচালনা: শামীম জামান; অভিনয়: শামীম জামান, আ খ ম হাসান, সারিকা প্রমুখ। ১১.৫০ লঞ্চপ্যাড।