পেশার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের দিকে ঝুঁকছেন তারকারা। অভিনয়, নাচ, গানের পাশাপাশি এখন নিজেদের ইউটিউবেও কনটেন্ট দিচ্ছেন তাঁরা। তারকাদের কথা, এটি একদিকে নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের আর্কাইভ হিসেবে কাজ করছে, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে মানুষের বিনোদন গ্রহণের ধরন বদলে যাচ্ছে প্রতিনিয়ত। টেলিভিশন, সিনেমা, স্ট্রিমিং সাইটের পাশাপাশি ইউটিউবের মাধ্যমেও বিনোদন পাচ্ছেন ভোক্তারা। তাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে তারকারা যেমন সরব, তেমনি ইউটিউবে ছোট ছোট ভিডিও দিয়ে দর্শকদের চাহিদা মেটাচ্ছেন তাঁরা। অনেক তারকা বেশ আগেই খুলেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন খোলার। কেউ খুললেও আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর অপেক্ষায় আছেন।
নায়ক শাকিব খান, ছোট পর্দার অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী, স্পর্শিয়া, সাফা কবির, মুমতাহিনা টয়া, সংগীতশিল্পী হৃদয় খান, ইমরান মাহমুদুল, কনাসহ অনেক তারকাই বেশ কয়েক বছর ধরে তাদের ইউটিউব চ্যানেল নিয়ে সরব আছেন। তাঁদের কেউ কেউ নিজেরাই মজার মজার ভিডিও বানিয়ে চ্যানেলে দিয়ে দিচ্ছেন। কেউ আবার প্রতিদিনের অভিজ্ঞতা শেয়ার করছেন ভিডিওতে। কারও কারও ভিডিওতে দেখা গেছে কাজের পেছনের গল্প কিংবা দেশ–বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা।
গত বছর নিজের জন্মদিনে বেশ আড়ম্বরে এসকে ফিল্মস নামে ইউটিউব চ্যানেল খুলেছেন শাকিব খান। তাঁর মতে, এই চ্যানেল থেকে নিজের কাজের প্রচারণা চালানো যাচ্ছে। কাজের পেছনের গল্পগুলো ভিডিওতে ধারণ করে চ্যানেলে আপ করা হচ্ছে, যা অন্য কোনো মাধ্যমে করার সুযোগ কম। তিনি বলেন, ‘একদিকে নিজের কাজের প্রচার করতে পারছি, আবার নিজের প্রযোজিত ছবি, ছবির গানগুলো নিজের স্বত্ব হিসেবে চ্যানেলে রাখতে পারছি। পাশাপাশি চ্যানেল থেকে আর্থিক আয়েরও সুযোগ আছে। ভালো ভালো কনটেন্ট দিতে পারলে ভবিষ্যতে চ্যানেল থেকে ভালো আয়ের সম্ভাবনাও আছে।’
সংগীতশিল্পী কনার ইউটিউব চ্যানেলের নাম ‘কনা’। ২০১৬ সালে এটি খোলা হয়। নিজের গাওয়া ‘রেশমি চুড়ি’ গানটির ভিডিও আপ করার মাধ্যমে চ্যানেলটির যাত্রা শুরু হয়। কনা বলেন, ‘আর্থিক আয় যা–ই হোক, নিজের চ্যানেলে নিজের পছন্দের গানগুলো রাখতে পারছি। এখন খুব আফসোস হয়, অনেক পছন্দের গান বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছি, এখন আর চাইলেও ভিডিও করে নিজের চ্যানেলে আপ করতে পারব না।’
ছোট পর্দার অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী তিন বছর আগে ‘মেহ্জাবীন চৌধুরী’ নামে নিজের চ্যানেল খুলেছেন। তবে গত বছরের অক্টোবর মাস থেকে নিয়মিত দেখভাল করছেন চ্যানেলটি। তিনি বলেন, ‘চ্যানেলটি করার মূল উদ্দেশ্য হচ্ছে দুটি। এক. দেশের বাইরে ভ্রমণের অভিজ্ঞতাগুলো ভিডিও করে দিই। প্রতিদিনের নিজেদের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য দেওয়া হয়। সে সুযোগ ইউটিউব করে দিয়েছে। পাশাপাশি এখান থেকে আয়ও হয়। দুই. সব কাজের অভিজ্ঞতাগুলো এখানে আর্কাইভ হিসেবে থাকছে। ভবিষ্যতে আমি যদি পরিকল্পিতভাবে কন্টেন্ট দিই, তাহলে আর্থিকভাবে আরও লাভবান হওয়ার সুযোগ আছে।’
ছোট পর্দার আরেক অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এক মাস আগে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে যাত্রা শুরু করেন। এর পাশাপাশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করছেন। অনেক তারকা এই প্ল্যাটফর্ম নিয়ে বেশ গুরুত্বসহকারে ভাবছেন।