জন্মদিন ফিরে পাওয়াটা আমার কাছে বিস্ময় মনে হয়: আজিজুল হাকিম

গতকাল রোববার ছিল অভিনেতা আজিজুল হাকিমের জন্মদিন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গতকাল রোববার ছিল অভিনেতা আজিজুল হাকিমের জন্মদিন। দিনটি ঘিরে এবার ছিল বাড়তি উচ্ছ্বাস। সারা দিন জন্মদিনের কেক কাটা আর শুটিংয়ের ব্যস্ততায় কেটেছে। গতকাল সন্ধ্যার সময় এই অভিনেতার কাছে জানতে চেয়েছিলাম, এবারের জন্মদিনের প্রথম প্রহরে কী মনে হয়েছে? কিছুটা সময় নিয়ে এই অভিনেতা বলেন, ‘জন্মদিন ফিরে পাওয়াটা আমার কাছে বিস্ময় মনে হয়। এটা আমার পুনর্জন্মের জন্মদিন।’

জন্মদিনে কেক কাটার একটি মুহূর্তে স্ত্রী জিনাত হাকিম ও আজিজুল হাকিম
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

এই অভিনেতা ফিরে গেলেন ২০২০ সালের নভেম্বরের দিনগুলোতে। হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি করালে জানা যায় করোনায় আক্রান্ত তিনি। তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। একসময় তাঁকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। সেদিন আজিজুল হাকিম ধরেই নিয়েছিলেন হয়তো এই যাত্রা থেকে আর না–ও ফিরতে পারেন। দুশ্চিন্তা ছিল স্ত্রী জিনাত হাকিমের চোখেমুখেও। সন্তানদের কী বলে সান্ত্বনা দেবেন সেই ভাষাও হারিয়ে গিয়েছিল। সেদিন আজিজুল হাকিম ইশারায় শুধু স্ত্রী জিনাত হাকিমকে বুঝিয়েছিলেন সন্তানদের দেখো। ‘এই শারীরিক অবস্থা থেকে ফিরে আসা আমার জন্য পুনর্জন্ম’—বলেন আজিজুল হাকিম।

একটি নাটকের শুটিংয়ের দৃশ্যে

আজিজুল হাকিম বলেন, ‘দর্শক–সহকর্মী সবার ভালোবাসায় জন্মদিনটি ফিরে পেয়েছি। সে সময় দেশের মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, সেটা আমার জীবনের বড় পাওয়া। আমার অভিনয় মানুষ পছন্দ করেন, তারা আমার জন্য যেভাবে দোয়া করেছেন সেই ভালোবাসায় অভিনেতা হিসেবে আমি মুগ্ধ। তাদের ভালোবাসা সঙ্গে থাকলে সব সময় আরও বেশি এগিয়ে যেতে পারব। আমার শুধু মনে হয়েছে এটা নতুন জীবনের জন্মদিন। এখনো যেখানে যাই, সবাই আবার মনে করিয়ে দেয়, হাকিম ভাই আপনার জন্য দোয়া করেছি। তখন ভালো লাগে। আল্লাহ হায়াত রেখেছিলেন, যে কারণে এখনো বেঁচে রয়েছি। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই।’

‘গলুই’ সিনেমার একটি দৃশ্যে আজিজুল হাকিম

অসুস্থতার পর থেকে যেন নতুন করে বাঁচতে শিখেছেন এই অভিনেতা। খুঁজে পেয়েছেন জীবনের অর্থ। জীবনে খুব বেশি চাওয়া নেই। সুস্থ আর অভিনয় করেই সময়গুলো কাটিয়ে দিতে চান। সবার আগে পরিবারকে সময় দিতে চান। জানালেন আগের চেয়ে কাজের ব্যস্ততা অনেক বেশি। শিডিউল চাইলে কাউকেই না বলতে পারেন না। ঈদের পর থেকে আবার শুরু করেছেন শুটিং। জন্মদিন আরটিভি’র ‘গোলমাল’ নাটকের শুটিং করেই কেটে গেছে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছে বকুলপুর, নক্ষত্রের রাত্রি, মেঘে ঢাকা আকাশ, কমলাপুরের বিজলীসহ একাধিক নাটকের শুটিংয়ে। সম্প্রতি তাঁর অভিনীত ‘গলুই’ ঈদে মুক্তি পেয়েছে। এস এ হক অলীকের পরিচালনায় সিনেমায় তিনি শাকিব খানের বাবার চরিত্রের অভিনয় করেছেন। আজিজুল হাকিম বলেন, ‘‘‘গলুই’’ সিনেমায় আমার চরিত্র দর্শক এতটা পছন্দ করবেন ভাবিনি। সিনেমাটি নিয়েও আমি খুশি। দর্শকদের জন্য ভালো একটি সিনেমা। বেশ কিছু হলে গিয়েছিলাম দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছি।’