>আবার এসেছে ঈদ, আবার সাজ সাজ হুল্লোড়ে টিভি চ্যানেলগুলো প্রস্তুত। তারকায় ভরপুর ঈদ আয়োজন নিয়ে আমাদের এবারের ঈদ বিনোদন।
সকাল-দুপুর
বাংলাদেশ টেলিভিশন
সকাল ৮.১৫ সুপ্রভাত বাংলাদেশ। বেলা ৩টায় ম্যাগাজিন অনুষ্ঠান বাংলার মুখ।
মাছরাঙা
সকাল ৭টায় রাঙা সকাল (অতিথি: সংগীতশিল্পী ঝিলিক)। ৯টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রাজাবাবু। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, ববি। দুপুর ১২টায় কার্টুন মোটু পাতলু। ১২.৩০ কার্টুন শিবা। বেলা ২.৩০ কার্টুন গাট্টু বাট্টু। বেলা ৩টায় কার্টুন চাচা ভাতিজা।
চ্যানেল আই
সকাল ১০.১৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ফাগুন হাওয়ায়। পরিচালনায় তৌকীর আহমেদ। অভিনয়ে সিয়াম, নুশরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, যশপাল শর্মা, সাজু খাদেম, আবুল হায়াত প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি আগুনের মেয়ে। রচনায় মেজবাহউদ্দিন সুমন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ।
দেশ টিভি
সকাল ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বলো না ভালোবাসি। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, শাবনূর প্রমুখ। বেলা ৩টায় মিউজিক্যাল লাইভ: সুর আর গান (শিল্পী: প্রতীক হাসান ও অনুপমা মুক্তি)।
দীপ্ত টিভি
সকাল ৯.৩০ ঈদ স্পাইসি কিচেন। ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র মনে রেখো আমায়। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা। বেলা ১.৩০ আমাদের ছবি আমাদের গান। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র মন যেখানে হৃদয় সেখানে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
এটিএন বাংলা
সকাল ৯.৩০ ছোটদের অনুষ্ঠান ঈদের খুশি-২। ১০.২০ মৌসুমী’স লাইভ কিচেন-২। ১০.৫০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র জান কোরবান। বেলা ২.২০ গান অ্যান্ড ফান। বেলা ৩টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বসগিরি।
বাংলাভিশন
সকাল ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, ববি প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি টু মাচ লাভ। রচনা ও পরিচালনায় মহিদুল মহিম। অভিনয়ে অপূর্ব, মেহ্জাবিন প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮.১৫ বৈশাখীর সকালের গান। বেলা ১১টায় গানে গানে ঈদ আনন্দ। বেলা ১টায় শুধু সিনেমার গান। ২.২০ টেলিছবি বউয়ের দোয়া পরিবহন-২।
চ্যানেল নাইন
সকাল ৯টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র পরাণ যায় জ্বলিয়া। পরিচালনায় সোহানুর রহমান সোহান। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বেলা ২টায় টেলিছবি রোমিও জুলিয়েট ফটোস্টুডিও। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মিশু সাব্বির, অর্ষা, চাষি, সামিয়া অথৈ। বেলা ৩.৩০ একক নাটক শেষ বিকালের আলো। পরিচালনায় আওরঙ্গজেব। অভিনয়ে আফরান নিশো, সানজিদা প্রীতি।
একুশে টিভি
সকাল ১০.৩০ ধারাবাহিক নাটক জুনিয়র আর্টিস্ট। দুপুর ১২টায় কমেডি শো একুশের ঈদের ঢোল। ১২.৩০ বিফ ফিউশন; (অতিথি: মাহিয়া মাহি)। বেলা ১টায় একক নাটক মাস্টার জি। রচনায় রাশেদ শামিম। পরিচালনায় আহসান হাবিব। অভিনয়ে মীর সাব্বির, এ্যানি খান প্রমুখ। ২.৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কিং খান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
নাগরিক টিভি
সকাল ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র স্বামী স্ত্রীর যুদ্ধ। অভিনয় মান্না, শাবনূর, পূর্ণিমা। বেলা ২.৩০ ভালবাসলেই ঘর বাঁধা যায় না। অভিনয়ে শাকিব খান, রোমানা, অপু।
এনটিভি
সকাল ৮টায় একের ভিতরে দুই। ৮.৩০ কমেডি আনলিমিটেড। ৯টায় একক নাটক শিশির বিন্দু। রচনায় অবয়ব সিদ্দিকী। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মিনু রহমান প্রমুখ। ১০.০৫ পূর্ণদৈঘ্য বাংলা চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি কেস ৩০৪০। রচনা ও পরিচালনায় মিজানুর আরিয়ান। অভিনয়ে অপি করিম, অপূর্ব, মিথিলা প্রমুখ।
আরটিভি
সকাল ১০.০৫ সিসিমপুর সরাসরি। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রাজা ৪২০। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২টায় ধারাবাহিক নাটক ম্যানেজ মকবুল। ২.২৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এক টাকার দেনমোহর। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
গাজী টিভি
সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র স্বপ্নের বাসর; অভিনয়: শাকিব খান, রিয়াজ, শাবনূর প্রমুখ। বেলা ২.৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র মনে প্রাণে আছো তুমি; অভিনয়: রাজ্জাক, শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
বিকেল–সন্ধ্যা
বাংলাদেশ টেলিভিশন
বিকেল ৫টা সময় এখন আড্ডার। সন্ধ্যা ৬.১৫ সংগীতানুষ্ঠান বাউলিয়ানা। ৭.১০ ঈদ আলাপন এখানে সবাই আছে।
মাছরাঙা
বিকেল ৪.৩০ কার্টুন ভির দ্য রোবট বয়। সন্ধ্যা ৭.৩০ ধারাবাহিক নাটক ২৫/২ কাঠমান্ডু ভ্যালি।
চ্যানেল আই
বিকেল ৪.৩০ কৃষকের ঈদ আনন্দ। ৫.৪০ সৈয়দ আব্দুল হাদীর একক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক খালি খালি নোয়াখালী (ছোটকাকু সিরিজ)। ৭.৪০ নাটক সেতু। গল্প রাবেয়া খাতুন। পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে রওনক হাসান, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু প্রমুখ।
দেশ টিভি
সন্ধ্যা ৬টায় ছায়াছবির গানের বিশেষ অনুষ্ঠান। ৭.৩৫ নাটক যে পাখির ডানা নেই।
দীপ্ত টিভি
বিকেল ৫টা একক নাটক টকিং মেশিন। রচনা লিটু সাখাওয়াত। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয় ইরফান সাজ্জাদ, সাবিলা নূর। সন্ধ্যা ৬টা একক নাটক প্রজাপতি মেয়েটা। রচনা শাহজাহান সৌরভ। পরিচালনা সৈয়দ শাকিল। অভিনয় অপূর্ব, মম, পুনম জুঁই। ৭টা ধারাবাহিক নাটক ভাইজান। ৭.৩০ বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান।
এটিএন বাংলা
সন্ধ্যা ৬টা খণ্ডনাটক আনফিট। পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় অপূর্ব, তানজিন তিশা, ইরেশ যাকের। ৭.৩০ ধারাবাহিক নাটক একটি ডিভোর্সের জন্য।
বাংলাভিশন
বিকেল ৫.০৫ একক নাটক জুঁই তোকে একটু ছুঁই। পরিচালনা রুবেল হাসান। অভিনয় আফরান িনশো, মেহ্জাবীন প্রমুখ। বিকেল ৫.৫৫ একক নাটক শিশির বিন্দু। রচনা ও পরিচালনা মোস্তফা কামাল রাজ। অভিনয় অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.৪৫ ধারাবাহিক নাটক কবুল বলিল কে। ৭.৫০ একক নাটক মায়া সবার মতো না। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয় তাহসান, মেহ্জাবীন প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
বিকেল ৫.৪৫ ফোক সং। সন্ধ্যা ৬.২০ ধারাবাহিক নাটক হিসাবের পাগল। ৭.৩০ ধারাবাহিক নাটক মফিজের লাইফস্টাইল।
চ্যানেল নাইন
বিকেল ৫.৫০ ধারাবাহিক নাটক মুশকিল আসান ডটকম। সন্ধ্যা ৭টা একক নাটক আগুনের দিন শেষ হবে একদিন। পরিচালনা সহিদ উন নবী। অভিনয় জোভান, তাসনিয়া ফারিন।
একুশে টিভি
সন্ধ্যা ৬.২০ ধারাবাহিক নাটক বংশমর্যাদা। ৭.২০ ধারাবাহিক নাটক জামাই হাজির।
নাগরিক টিভি
সন্ধ্যা ৬টা ধারাবাহিক নাটক বোকা জামাই। সন্ধ্যা ৬.৪০ ধারাবাহিক নাটক বাকির নাম ফাঁকি। ৭.২০ ধারাবাহিক নাটক এক্সফেল ফয়েজ।
এনটিভি
বিকেল ৫.১০ নৃত্যে ছন্দে আনন্দে। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য পাপ্পি।
৬.৪৫ ধারাবাহিক নাটক কুহক।
আরটিভি
বিকেল ৫.৪৫ একক নাটক লাইফ মেট। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৭.৫০ ধারাবাহিক নাটক আনমাইন্ডফুল।
গাজী টিভি
সন্ধ্যা ৬.০০ যাদের ত্যাগে আমাদের উত্সব। ৭.৩০ টেলিছবি অভিশাপ; রচনা: শ্রাবণী ফেরদৌস; পরিচালনা: শুভ্র খান; অভিনয়: সাঈদ বাবু, নিশহাত প্রিয়ম।
দুরন্ত টিভি
ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা দ্য ফেইরি টেলার: হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মডার্ন ক্লাসিকস নামে সিনেমা দেখানো হবে ছোটদের প্রিয় চ্যানেল দুরন্ত টিভিতে। এ ছাড়া ঈদ উপলক্ষে শিশুদের জন্য আরও পাঁচটি মজার সিনেমা দেখা যাবে দুরন্তর পর্দায়। এগুলো হলো টিনটিন অ্যান্ড দ্য লেক অব শার্কস (ঈদের দিন, রাত ১০টায়), টিনটিন: দ্য সেভেন ক্রিস্টাল বলস অ্যান্ড প্রিজনারস অব দ্য সান (ঈদের দ্বিতীয় দিন, রাত ১০টায়), টিনটিন: দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার (ঈদের তৃতীয় দিন, রাত ১০টায়), দ্য লিজেন্ড অব স্নো হোয়াইট (ঈদের চতুর্থ দিন, রাত ১০টায়) আর ওয়েলকাম ব্যাক পিনোকিও (ঈদের পঞ্চম দিন, রাত ১০টায়)।
রাত
বাংলাদেশ টেলিভিশন
রাত ৯.৩০ ছায়াছন্দ। ১০.২০ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন। ১২.০০ ঈদ আনন্দ দেশে বিদেশে।
মাছরাঙা
রাত ৮টায় ম্যাড ক্যাফে (অতিথি: নুসরাত ফারিয়া)। রাত ৯.০০ নাটক দুষ্টু কুটুম। রচনা ও পরিচালনায় সাদাত রাসেল। অভিনয়ে মনোজ কুমার, অপর্ণা, মুকিত জাকারিয়া প্রমুখ। রাত ১০.৩০ নাটক ভোল বদল। রচনা ও পরিচালনায় সেরনিয়াবাত শাওন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শ্যামল মওলা, তাসনুভা তিশা প্রমুখ। রাত ১১.৩০ টেলিছবি ম্যারেজ ম্যাটেরিয়াল। রচনা ও পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ।
চ্যানেল আই
রাত ৯.৩৫ নাটক কাঠপেন্সিলের কাহিনী। রচনায় গোলাম সারোয়ার। পরিচালনায় মেহেদী হাসান। অভিনয়ে তৌসিফ, মেহ্জাবীন প্রমুখ। ১১.৪৫ ভালোবাসার বাংলাদেশ।
দেশ টিভি
রাত ৮.৪৫ নাটক জ্যোত্স্নার স্বপ্ন। রচনা ও পরিচালনায় বিকাশ সাহা। অভিনয়ে অ্যালেন শুভ্র, ফারজানা রিক্তা প্রমুখ। রাত ১০.০০ লাইভ মিউজিক ফেস্ট (শিল্পী: অবন্তী সিঁথি)।
দীপ্ত টিভি
রাত ৮.৩০ একক নাটক কিংকর্তব্যবিমূঢ়। রচনা ও পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। ৯.৩০ বিদেশি ধারাবাহিক ফাতমাগুল। ১০.৩০ নাচের অনুষ্ঠান সাত রঙের ছন্দে। ১১.০০ একক নাটক বিটউইন দ্য গ্যাপ। রচনায় রশিদুল রহমান। পরিচালনায় আনিসুর রহমান। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তিশা।
এটিএন বাংলা
রাত ৮টায় খণ্ডনাটক চুটকি ভান্ডার-৮। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম প্রমুখ। ৮.৩০ নাটক বিউটি ফুল। পরিচালনায় কাজল আরেফিন। অভিনয়ে আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ। ৯.৩০ ধারাবাহিক নাটক লেকুর এভারেস্ট জয়। ১০.৩০ মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। ১১.৩০ টেলিছবি ছোঁয়া। রচনায় মাসুম কবীর। পরিচালনায় মেহেদী হাসান। অভিনয়ে সাফা কবীর, তৌসিফ প্রমুখ।
বাংলাভিশন
রাত ৮.৪০ ধারাবাহিক নাটক আলাল-দুলাল। রাত ৯.০৫ একক নাটক লাইফ ইন্স্যুরেন্স। রচনা ও পরিচালনায় মিজানুর আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মিথিলা প্রমুখ। রাত ৯.৫৫ ধারাবাহিক নাটক চরিত্র: ভাড়াটিয়া। ১১.০০ ধারাবাহিক নাটক অতঃপর শিক্ষিত বউ। ১১.৪৫ একক নাটক রিলেশনশিপ। পরিচালনায় প্রবীর রায়। অভিনয়ে অপূর্ব, মেহ্জাবীন, কাজী আসিফ প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
রাত ৮.১০ একক নাটক ডিজিটাল প্রতারণা। ৯.১৫ ধারাবাহিক নাটক জামাই বাজার। ১০.৩০ ধারাবাহিক নাটক লো-প্রেশার। ১১.১০ ধারাবাহিক নাটক ভানুমতি ডট কম। ১১.৪৫ নাটক দাদার দেশের ডাক্তার।
চ্যানেল নাইন
রাত ৮টা একক নাটক না বলা ভালোবাসা। পরিচালনায় রবিউল ইসলাম প্রধান। অভিনয়ে জোভান, রোমানা স্বর্ণা। ৯.০০ একক নাটক মহামায়া। পরিচালনায় সুমন আনোয়ার। অভিনয়ে অপূর্ব, মেহ্জাবীন। ১০.০০ নাটক ছুটি। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মম।
একুশে টিভি
রাত ৮টায় একক নাটক আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাই। রচনায় অঞ্জন আইচ। পরিচালনায় দীপু হাজরা। অভিনয়ে জোভান, অপর্ণা ঘোষ প্রমুখ। ৯.১৫ তিনিই বাংলাদেশ। রাত ১০.০০ একক নাটক ভালোবাসার শোকসভা। রচনা ও পরিচালনায় সেলিম আখন্দ। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। রাত ১১.২০ ধারাবাহিক নাটক মামা ভাগ্নের চরিত্র ফুলের মতো পবিত্র। রাত ১২.০০ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র অন্তরে অন্তরে। অভিনয়ে সালমান শাহ, মৌসুমী।
নাগরিক টিভি
রাত ৮টায় একক নাটক যত দোষ নন্দ ঘোষ। রচনায় সুস্ময় সুমন। পরিচালনায় মাইনুল হাসান। অভিনয়ে মীর সাব্বির, তানিয়া বৃষ্টি প্রমুখ। ৯.০০ ধারাবাহিক নাটক মিস্টার হেলানম্যান। ৯.৪০ ধারাবাহিক নাটক তিন রাস্তার ভূত। ১০.২০ একক নাটক গল্পটা অবৈধ। রাত ১১.২০ সরাসরি: গানের মেলা (শিল্পী: মমতাজ)।
এনটিভি
রাত ৮টায় নাটক মুগ্ধ ব্যাকরণ। রচনায় মোসাব্বের হোসেন। পরিচালনায় মাবরুর রশীদ। অভিনয়ে মোশাররফ করিম, মম প্রমুখ। ৯.০০ বিফ সাফারী (উপস্থাপনা: নাবিলা)। ৯.২৫ একক নাটক ছোট পাখি। রচনা ও পরিচালনায় গৌতম কৈরী। অভিনয়ে মিথিলা, ইরফান সাজ্জাদ প্রমুখ। ১১.১০ একক নাটক পারফেক্ট ওয়াইফ। রচনায় পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ। ১২.১০ একক নাটক তুমি ফিরে আসোনি। রচনা ও পরিচালনায় এস এম সালাউদ্দিন। অভিনয়ে মম, ইরফান সাজ্জাদ, শিলা প্রমুখ।
আরটিভি
রাত ৮.৩০ একক নাটক আশ্রয়। গল্প: আকবর হায়দার। পান্ডুলিপি: সেতু আরিফ। চিত্রনাট্য ও পরিচালনায় মাবরুর রশীদ। অভিনয়ে মোশাররফ করিম, তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম প্রমুখ। ৯.৩৫ ধারাবাহিক নাটক হেভিওয়েট মিজান। ১০.০০ একক নাটক ঢাকাইয়া আশিক। রচনা ও পরিচালনায় মোহাম্মদ মিফতাহ। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। ১১.০৫ একক নাটক রোবটের নাম জাকির খান। রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। অভিনয়ে জাহিদ হাসান, সোহানা সাবা প্রমুখ। ১১.৪৫ টেলিছবি আয়নার গল্প। রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আবুল হায়াত, সজল প্রমুখ।
গাজী টিভি
রাত ৯.০০ নাটক হৃদ মাঝারে; রচনা: ফারিয়া হোসেন; পরিচালনা: চয়নিকা চৌধুরী অভিনয়: মনোজ কুমার, শবনম ফারিয়া। ১০.৩০ ধারাবাহিক নাটক ফ্যামিলি সিক্রেট। ১১.০০ নাটক জয়েন্ট ফ্যামিলি; রচনা: বৃন্দাবন দাস; পরিচালনা: দীপু হাজরা; অভিনয়: চঞ্চল চৌধুরী, নাদিয়া, নাজনীন চুমকী প্রমুখ। ১১.৫০ লঞ্চপ্যাড।