খেলার অভিনয় করবেন আশরাফুল, সুমনেরা

তিন ক্রিকেট তারকা এবার অভিনয় করবেন ক্রিকেট নিয়ে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন সিক্স’-এ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেদ দুই খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত, হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার করবেন খেলার অভিনয়। এই তিন ক্রিকেট তারকা এবার অভিনয় করবেন ক্রিকেট নিয়ে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন সিক্স’-এ। শান্ত ও সুমনকে দেখা যাবে দুই দলের কোচ এবং আশরাফুলকে দেখা যাবে একটি দলের খেলোয়াড় হিসেবে।

নাটকের গল্পটি ক্রিকেটবিষয়ক। শুটিং করা হয়েছে ক্রিকেট মাঠে। অভিনয়ও করেছেন বেশ কজন ক্রিকেটার। পরিচালক জানান, কয়েকজন তারকা ক্রিকেটারকে নাটকে যুক্ত করলে ক্রিকেটের আবহটা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। গত ১৫ নভেম্বর থেকে ঢাকার কলাবাগান ক্রিকেট মাঠে হয়েছে নাটকটির শুটিং। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন সুমন, শান্ত, আশরাফুলরা।

নাটকের গল্পটি ক্রিকেটবিষয়ক

এই ধারাবাহিকে আশরাফুলের নাম অ্যাশ। ২০০৯ সালে ‘টি–টোয়েন্টি’ নামে আরও একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাটকে ক্রিকেটারের চরিত্রে অভিনয় প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি ব্যাট-বলের মানুষ। নাটকে আমার চরিত্রটিও তেমন। ক্রিকেটার হিসেবে অভিনয় করতে বাড়তি ঝামেলায় পড়তে হয়নি। এখানে একজন ক্রিকেটারের মতো করেই অভিনয় করেছি, উপভোগও করছি।’

শুটিং করা হয়েছে ক্রিকেট মাঠে

খেলার অভিনয় কেমন করলেন তাঁরা? পরিচালক তারিক মুহাম্মদ হাসান বলেন, ‘আশরাফুলকে নিয়ে আগেও আমি একটা কাজ করেছিলাম। সুমন ভাই একটু রিজার্ভ থাকলেও শান্ত ভাই বেশ মজা করেই কাজ করছেন। যদিও শুটিংয়ের আগে “পারব না, পারব না” বলছিলেন।’

গত ১৫ নভেম্বর থেকে ঢাকার কলাবাগান ক্রিকেট মাঠে হয়েছে নাটকটির শুটিং

ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন শেহতাজ, যাহের আলভি, মুকিত জাকারিয়া, সোহেল খান, শরাফ আহমদ, ফারুক আহমেদ, হাসান মাসুদ, আবদুল্লাহ রানা, এজাজুল ইসলাম প্রমুখ। ‘গোল্ডেন সিক্স’ নাটকের চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এর আগে ফুটবল তারকা আশরাফ উদ্দিন চুন্নু, কায়সার হামিদ, এমিলি ও আমিনুল হককে নিয়েও নাটক নির্মাণ করেছিলেন এই পরিচালক। নাটকটি আরটিভিতে দেখানো হবে।