কেমন পাত্রী চাইতেন তারকা মোশাররফ?

কলকাতার এক চিত্রকরের তুলিতে মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে
কলকাতার এক চিত্রকরের তুলিতে মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে এবার বেঁধে ফেলা হয়েছে এক বাক্যের ফাঁদে। এক বাক্যের এক কুড়ি প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সব কটি প্রশ্নের উত্তরও তাঁকে দিতে হয়েছে এক বাক্যে। এ জন্য তিনি পাননি কোনো অতিরিক্ত সময়। সুযোগ পাননি একাধিক বাক্য বলার। তা ছাড়া প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়েছে তাঁকে। সেসবের মধ্যে এমন প্রশ্নও ছিল, তারকা হওয়ার পর কেমন পাত্রী চাইতেন তিনি। একটু অন্য রকম এ সাক্ষাৎকারে ২০টি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মোশাররফ করিমকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এক কুড়ি প্রশ্ন মোকাবিলা করলেন জনপ্রিয় এ অভিনেতা।

১। অভিনেতা হিসেবে এ বছর সর্বপ্রথম নিজের কোন বিষয়ে পরিবর্তন আনতে চান?
উত্তর: ‘না’ বলার চর্চা করতে চাই।
২। নিজের ২০১৯ সালের অভিনয়কে মূল্যায়ন করবেন কীভাবে?
উত্তর: কিছু কাজ অতৃপ্ত করেছে, কিছু কাজ বিরক্ত করেছে। 
৩। গত বছর টিভি পর্দায় আপনাকে সবচেয়ে বেশি দেখা গেছে, আপনার অভিনীত বেশির ভাগ নাটকেরই মান ছিল...
উত্তর: আগের বছর কাকে বেশি দেখা গেছে?

চরিত্রে মিশে যাওয়া মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে


৪। আপনার ‘জীবনী’ নিয়ে চলচ্চিত্র বানানো হলে কোন বিষয়টি বাদ দেবেন?
উত্তর: আমি কি এতই বোকা যে বাদ দেওয়ার বিষয়টি বলে দেব? 
৫। নির্মাতাদের অভিযোগ মোশাররফ করিম চরিত্রের পেছনে সময় দেন না।
উত্তর: যে নির্মাতা অভিযোগ করেছেন, সেও কিছু বলুক আমিও কিছু বলি।
৬। তারকা মোশাররফ করিম ব্যাচেলর হলে পাত্রী হিসেবে কেমন মেয়ে পছন্দ করতেন?
উত্তর: জুঁইয়ের মতো দেখতে সে রকম একটি মেয়ে।
৭। হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর অভিনয় করতে পারছেন না।
উত্তর: বেঁচে থাকাটাই কষ্টকর বা অর্থহীন মনে হবে। 
৮। এক যুগ ধরে নিয়মিত অভিনয় করে এখন পেছনে তাকালে আপনার কী মনে হয়?
উত্তর: অভিনয়ের অতৃপ্তিটাই সবচেয়ে বেশি ভাবায়।
৯। নতুন কেমন সিনেমায় অভিনয় করবেন?
উত্তর: ভালো চরিত্র, ভালো গল্প না পেলে সিনেমা করবই না।
১০। এ বছর মোশাররফ করিমের কাছে মোশাররফ করিমের চাওয়া?
উত্তর: কাজ করে নিজে সন্তুষ্ট বা তৃপ্ত হতে চাই।
১১। পুনর্নির্মিত হলে সত্যজিৎ রায়ের কোন চরিত্রটিতে করতে চাইবেন?

মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে


উত্তর: উত্তমকুমার অভিনীত ‘নায়ক’ সিনেমার নায়ক চরিত্রে।
১২। নাটকের শুটিং শেষে নিজের অভিনয় নিয়ে প্রথম কী মনে হয়?
উত্তর: অনেক ক্ষেত্রে মনে হয় ‘আই হ্যাভ ডান ইট’ আবার অনেক সময় মনে হয় ব্যর্থ চেষ্টা করলাম। 
১৩। পুনর্নির্মিত হলে বিদেশি কোন সিনেমার কোন চরিত্রে অভিনয় করবেন?
উত্তর: তপন সিংহের পরিচালনায় ‘অতিথি’ সিনেমার ‘কিশোর’ চরিত্রটি।
১৪। মোশাররফ করিম নায়ক নাকি চরিত্র অভিনেতা?
উত্তর: নায়ক ও অভিনেতার এই বিভাজনটা জোর করে তৈরি করা, যেটা আমি মানি না। 
১৫। মোশাররফ করিম অভিনেতা হিসেবে দক্ষ, নাকি পাকা?
উত্তর: শব্দ দুটোতে আমার আপত্তি আছে।
১৬। বর্তমান যে নাটকগুলো প্রচারিত হয়, সেগুলো কি দেখেন?
উত্তর: না।
১৭। প্রচারের পর দেখলেন আপনার অভিনীত কোনো নাটকের অভিনয় আপনার ভালো লাগেনি?
উত্তর: এটা আমাকে দু-তিন দিন ধরে ভোগায়। 
১৮। আপনার অভিনয়ে কতটা বাস্তব অভিজ্ঞতা আর কতটা বিভিন্ন অভিনেতাদের অনুকরণ?
উত্তর: অনুকরণের ব্যাপারটা আমার অভিনয়ের মধ্যে নেই।

চরিত্রে মিশে যাওয়া মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে

১৯। আপনি মজা করে বলেন একবার আপনার প্রোমোশন হয়েছিল শহরের স্কুল থেকে প্রত্যন্ত গ্রামের স্কুলে।
উত্তর: ছোটবেলায় নানা রকম দুষ্টুমি করলেও পড়াশোনা করতাম না বলে বাবা ঢাকা থেকে ভালো পড়াশোনার স্বার্থে গ্রামের স্কুলে ভর্তি করিয়েছিলেন।
২০। মোশাররফ করিম রাত ১০টার পর ক্যামেরার সামনে থাকেন না, নিয়ম করে খাবার খান, শরীরের যত্ন নেন, ঠিক?
উত্তর: এ বছর থেকে এসব নিয়ে সত্যিই আমি সিরিয়াস থাকব।