নন্দিত নৃত্যশিল্পী মা জিনাত বরকতুল্লাহকে নিয়ে ভীষণ চিন্তিত অভিনয়শিল্পী বিজরী বরকতুল্লাহ। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের এসডিইউ (স্টেপ ডাউন ইউনিট) বিভাগে চিকিৎসাধীন তিনি। এরই মধ্যে একবার তাঁকে বি পজিটিভ প্লাজমা দেওয়া হয়েছে। আরও কয়েকবার প্লাজমা দেওয়ার প্রয়োজন হতে পারে বলে প্রথম আলোকে জানান বিজরী বরকতুল্লাহ।
মায়ের এ অবস্থায় অসহায় বোধ করছেন বিজরী। তিনি ফেসবুকে বন্ধুদের সঙ্গে বিষয়টি ভাগাভাগি করেন। তিনি লেখেন, এত অসহায় এ জীবনে কোনো দিন লাগেনি। মায়ের সবশেষ শারীরিক অবস্থা কী, জানতে চাইলে বিজরী বলেন, রক্তচাপ ও ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায়। অক্সিজেন স্যাচুরেশন গতকালও ভালো ছিল। আজ ওঠানামা করছে। তবে অন্য রোগীদের চেয়ে কিছুটা ভালো। কৃত্রিম উপায়ে অক্সিজেন দিতে হচ্ছে। শ্বাসকষ্ট, সর্দি–কাশি, ব্যথা—কিছুই নেই। শুধু হালকা জ্বর ছিল। আজ থেকে গলাব্যথা শুরু হয়। বুকে কোনো ব্যথা নেই, কিন্তু সিটি স্ক্যান করার পর দেখা গেছে, করোনা ছড়িয়েছে এবং তা কিছু আগেই।
নমুনা পরীক্ষার পর জিনাত বরকতুল্লাহর কোভিড-১৯ পজিটিভ ফল এলে তাঁকে প্রথমে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে গ্রিন রোডের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার জরুরি ভিত্তিতে তাঁকে বি পজিটিভ প্লাজমা দেওয়ার প্রয়োজন হয়। মায়ের জন্য সবার কাছে দোয়া চান বিজরী।