তাঁর প্রথম কাজ ছিল আয়নাবাজি সিনেমা। এটির চিত্রনাট্য করেছিলেন অনম বিশ্বাস। এরপর নিজেই পরিচালনায় হাত দিলেন। ছবির নাম দেবী। সেটিও দর্শকমন জয় করে। এবার হাত দিলেন ওয়েব ধারাবাহিকে। নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার এক ভ্রমণকাহিনি।
সাত পর্বের ধারাবাহিকটি বেশ বড় ক্যানভাসে তৈরি হচ্ছে। অনম বিশ্বাস বলেন, শুটিংয়ের সময়, বাজেট—সবকিছু মিলে বড় পরিসরে কাজটি হচ্ছে। অনেকটা সিনেমার মতো করেই। প্রথমবারের মতো ওয়েব ধারাবাহিক তৈরি করতে যাচ্ছেন। তবে পরিকল্পনা ছিল দেবী তৈরির সময়েই। অনম বলেন, ‘দেবী ছবির শুটিং চলাকালেই ওয়েব সিরিজটি নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। সে সময় সিনেমার কাজের ব্যস্ততার কারণে কাজটি করতে পারিনি।’
ওয়েব সিরিজটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সাফা কবির ও ইয়াশ রোহান। সাফা বলেন, ‘কাজটি করার আগে লুক টেস্ট, চিত্রনাট্য নিয়ে মহড়া করেছি। সহশিল্পী মিলে একসঙ্গে সিনেমা দেখেছি। ভালো একটি কাজ হচ্ছে।’
২১ এপ্রিল ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং শুরু হয়েছে। কক্সবাজার যাওয়ার পথে পথে শুটিং হবে। শুটিং শেষ হতে এই মাস লাগতে পারে—এমনটি জানালেন পরিচালক। ওয়েব সিরিজটি ডিজিটাল প্ল্যাটফর্ম বায়োস্কোপে উঠবে।