এফডিসির নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি আমরা

বিজয়ী সভাপতি মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির
ছবি: সংগৃহীত

২০ মার্চ রাতে ঘোষণা করা হয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নির্বাচনের ফলাফল। নির্বাচনে সভাপতি পদে ৩৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি পেয়েছেন ৮৭ ভোট। প্রযোজকদের সভাপতি হিসেবে ১২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মনোয়ার পাঠান। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু মুনতাসির।  

টেলিপ্যাবের এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির পেয়েছেন ১১৪ ভোট। তার বিপরীতে সাজ্জাদ হোসেন দোদুল পেয়েছেন ৯৭ ভোট। নির্বাচনে মোট ২২৮ জন ভোটার ভোট দেন। প্রার্থী ছিলেন ২৭ জন। মোট ভোট দিয়েছেন ২৩৯ জন। নির্বাচন নিয়ে খুশি প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ।

ভোটের দিন সাজু মুসতাসির ও অন্যান্যদের সঙ্গে রোকেয়া প্রাচী

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবকিছু ঠিকমতো করতেই ২৪ ঘণ্টার বেশি সময় নিয়েছি। আমরা কোনো পক্ষপাতিত্ব করিনি, বিতর্ক চাইনি। এ ক্ষেত্রে এফডিসির নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি আমরা। আমাদের একটা কথা ছিল, সময় লাগলে লাগুক, কিন্তু আমরা ঠিকঠাকভাবে ফলাফল ঘোষণা করব। দীর্ঘ সময়ের চেষ্টায় আমরা সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করতে পেরেছি। আর আমরা নতুন হওয়ার কারণে সিস্টেম বুঝতে কিছুটা সময় লেগেছে। সবকিছু ঠিকঠাকমতো করতে পেরেছি এটাই ভালো লাগার।’

টেলিপ্যাব নির্বাচন ২০২২-২৪–এ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২২টি পদে বিজয় হয়েছেন মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির প্যানেল। মোট পদ ছিল ২৭টি। মনোয়ার-সাজু প্যানেলের পক্ষ থেকে সাজু মুনতাসির বলেন, ‘আমাদের সকল ভোটারের কাছে কৃতজ্ঞতা। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। করোনার কারণে আমাদের অনেক কাজ জমা হয়েছে। সেসব কাজ পুরো উদ্যমে করতে হবে। এই জন্য সবার সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের মূল লক্ষ্য সংগঠনের হয়ে কাজ করা। আমাদের স্লোগান ছিল আমরা। সেই আমরা হয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ

টেলিপ্যাবের নির্বাচনে আরও যাঁরা বিজয়ী হয়েছেন—সহসভাপতি হিসেবে জয়ী হয়েছেন মাহবুবা শাহরীন, কাজী রিয়াজ হোসেন ও কাজী সাইফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শহিদ আলমগীর ও রেজাউল হক রেজা। ফকরুদ্দিন ছোটন নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে। এ ছাড়া কে সি পাল (অর্থ সম্পাদক), নাহিদ নিয়াজী (দপ্তর সম্পাদক), এস কে সানজিদ খান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), অলোরা আফরিন (আইন সম্পাদক), জাকির খান (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), এস এম মাসুদ করিম (আর্কাইভ সম্পাদক), এম রেজাউল করিম (আন্তর্জাতিক সম্পাদক), অনন্য ইমন (শিক্ষা ও গবেষণা সম্পাদক), মো. সায়েম মিয়া (সমাজকল্যাণ সম্পাদক)। সম্পাদকমন্ডলীতে সর্বাধিক ভোট পেয়েছেন অন্যন্য ইমন। তার ভোট সংখ্যা ১৫১।

১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম, কাজী রিটন, শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক, সঞ্জয় রাজ, মনির পারভেজ। ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন।