উপহার দেখে লাফিয়ে উঠলেন হুমায়ূন স্যার

হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

‘এমন একজন গুণী মানুষের জন্মদিনে কী উপহার দেওয়া যায়? নগদ টাকা তো আর স্যারকে (হুমায়ূন আহমেদ) দেওয়া যায় না। কী দেব,আমি আর ডা. এজাজ অনেক ভাবলাম। কিছু সময় ঘুরে ভয়ে ভয়ে ছোট দুটি উপহার নিয়ে হুমায়ূন আহমেদ স্যারের দখিন হাওয়া বাসায় গেলাম। অদ্ভুত ব্যাপার। উপহার দেখে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলেন স্যার।’ কথাগুলো কিছুটা ধরা গলায় বললেন অভিনেতা ফারুক আহমেদ। কিন্তু কী উপহার নিয়ে গিয়েছিলেন সেদিন প্রয়াত অভিনেতা হুমায়ূন আহমেদের জন্মদিনে, সেসব স্মরণ করলেন তিনি।

ফারুক আহমেদ ও ডা এজাজ

ফারুক আহমেদ বলেন, ‘স্যারের বাসায় দুটি ছোট গাছের টব নিয়ে গিয়েছিলাম। ছোট ফুলের গাছ। গিয়ে দেখি, স্যার বাসাতেই রয়েছেন। আরও অনেকেই স্যারকে ঘিরে বসে ছিলেন। আমরা একটু অপ্রস্তুত বোধ করছিলাম। আমাদের হাতে গাছ দেখে লাফিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ দুটি তাঁর খুবই পছন্দ হয়েছিল। ধন্যবাদ জানিয়েছিলেন। আমাদের সামনেই যত্ন করে গাছ দুটি সাজিয়ে রাখলেন।’

ফারুক আহমেদ

ছোট পর্দার পরিচিত মুখ ফারুক আহমেদ। এখনো অনেকে তাঁকে  হুমায়ূন আহমেদের শিল্পী বলে ডাকেন। তার কারণ, হুমায়ূন আহমেদ যে কজন অভিনেতাকে খুব স্নেহ করতেন, তাঁদের মধ্যে ফারুক আহমেদ অন্যতম। তবে একটা ব্যাপারে এখনো ফারুক আহমেদের আফসোসের শেষ নেই, ‘মৃত্যুর সময় হুমায়ূন আহমেদের পাশে থাকতে পারিনি। ওই সময় যাঁরা স্যারের পাশে ছিলেন, তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় শুনেছি কোথায় স্যারকে শেষ গোসল করানো হয়। কোথায় কাফনের কাপড় পরানো হয়, কোথায় তাঁর প্রথম জানাজা হয়। কেবলই মনে হতো, আহা! মৃত্যুর সময় যদি স্যারের পাশে থাকতে পারতাম।’

২০১৪ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেই আফসোস তাঁর কিছুটা কমেছিল। সেবার এক আত্মীয়ের বাসায় ওঠেন। রাতেই জানতে পারেন পাশের মসজিদ আল মামুরে হুমায়ূন আহমেদের গোসল ও জানাজা হয়েছিল। সকালে উঠেই চলে যান সেই মসজিদে। ফারুক আহমেদ বলেন, ‘মসজিদের ইমাম সাহেব গোসল আর জানাজার জায়গা দেখালেন। আমার শরীর তখন কাঁপছিল। মনে একধরনের কষ্ট ভর করছিল। মনে হচ্ছিল স্যারের লাশ সেখানেই আছে। আমি স্যারকে দেখছি। তাঁর শরীরে সাদা কাপড় পরানো হচ্ছে। স্যারের শেষ দিনগুলোর কথা মনে পড়লে এই দিনের কথা আমি কখনোই ভুলতে পারি না।’

হুমায়ূন আহমেদের লেখা ‘অচিন বৃক্ষ’ নাটকে প্রথম অভিনয় করেন ফারুক আহমেদ। তারপর থেকে হুমায়ূন আহমেদের অনেক নাটকে কাজ করেছেন এই অভিনেতা।

একটি নাটকের দৃশ্যে হুমায়ূন আহমেদ, ফারুক আহমেদ ও অন্যান্যরা