ঈদের আগের রাত

টিভিতে আজ যা যা দেখতে পারেন

মেহমান নাটকের দৃশ্য
ইনস্টাগ্রাম

আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে। তার আগের রাতও নানা অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে টেলিভিশনগুলোর অনুষ্ঠানমালা।

এনটিভি
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। রাত ৮টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মেহমান’। অভিনয়ে ফজলুর রহমান বাবু, অপর্ণা ঘোষ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা আমিন, নাজিয়া হক অর্ষা, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম। রাত ৯টায় ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হাউস ৯৬’। অভিনয়ে কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু। রাত ১১টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘গান হোক উত্সবে’। উপস্থাপনায় মৌসুমী মৌ, শিল্পী কণা ও ইমরান।

‘চিলেকোঠার ভালোবাসা নাটকের দৃশ্য
সংগৃহীত

আরটিভি
সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নাটক ‘চিলেকোঠার ভালোবাসা’। অভিনয়ে ঋষি কৌশিক, সাফা কবির। রাত ৮টায় নাটক ‘প্রতিবেশী একটু বেশী’। অভিনয়ে সজল, মৌসুমী মৌ। রাত ৯টায় ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’। রাত ৯টা ৪৫ মিনিটে নাটক ‘শনির দশা’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহ্‌জাবীন চৌধুরী। রাত ১১টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ক্লাব এশিয়া’।

বুলির ব্যালকুনি নাটকের দৃশ্য

বৈশাখী টিভি
রাত ৮টায় নাটক ‘বুলির ব্যালকুনি’। অভিনয়ে মোশাররফ করিম, শার্লিন, ঝুনা চৌধুরী প্রমুখ। রাত ৯টায় নাটক ‘সাপ কাহন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, হাসিন রওশন, শামীমা নাজনীন প্রমুখ। রাত ১১টায় ‘সুপিরিয়র কমপ্লেক্স’। অভিনয়ে আরফান নিশো, তিশা প্রমুখ। রাত ১২টায় সিনেমা ‘কষ্ট’। অভিনয়ে মান্না, মৌসুমী, শাকিল খান, মিজু আহমেদ, ডিপজল প্রমুখ।

সুলতান সুলেমান ধারাবাহিকের দৃশ্য।

দীপ্ত টিভি
বিকেল ৫টা ৫০মিনিটে তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে তুর্কি ধারাবাহিক ‘এলিফ’। রাত ৮টা ৩০মিনিটে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। রাত ৯টায় তুর্কি ধারাবাহিক ‘বাহার’। রাত ১০টায় তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’। রাত ১১টা ৩০ মিনিটে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সরাসরি গানের অনুষ্ঠান ‘গানের খেয়া’।