মেয়েদের নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি। তবে নারীদের রূপ ও সৌন্দর্য নিয়ে নয়, অনুষ্ঠানটি হবে সেই সব নারীকে নিয়ে, যাঁরা সমাজে নতুন প্রেরণা ও আলো জ্বালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানটির নাম ‘#নন্দিনী’ (হ্যাশট্যাগ নন্দিনী)। প্রচারহীন সেই সব মানুষকে নিয়ে গল্প দেখা যাবে অনুষ্ঠানটিতে। #নন্দিনী উপস্থাপনা করছেন মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ।
নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু জানান, নারীদের সফলতার পেছনে কতশত না–বলা গল্প আছে। নাগরিক টেলিভিশন তুলে এনেছে সেসব অজানা নন্দিনীর গল্প। নারী বাইকার হিসেবে শখকে পেশায় পরিণত করা, মডেলিং জগৎ দাপিয়ে বেড়ানো সাহসী নারী, খেলোয়াড় হিসেবে বিশ্বদরবারে দেশকে তুলে ধরা, বৃদ্ধাশ্রম গড়ে তুলে অসহায় নারীদের আশ্রয় দেওয়াসহ আছে বহু রঙিন গল্প।’ এসব গল্প নিয়েই বার্জার লাক্সারি সিল্ক #নন্দিনী। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত আটটায়।