চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা নিয়ে সাধারণ দর্শকের মতো তারকাদের মধ্যেও চলছে বিশ্বকাপের মতোই উন্মাদনা
চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা নিয়ে সাধারণ দর্শকের মতো তারকাদের মধ্যেও চলছে বিশ্বকাপের মতোই উন্মাদনা

তারকারা কে কোনো দল

আর্জেন্টিনা না ব্রাজিল

‘সব সময় কি আর একরকম দিন যায়! এবার কোপা আমেরিকার কাপ যাবে আর্জেন্টিনার ঘরে। কাপ জিতে তারা ম্যারাডোনাকে উৎসর্গ করবে’—জাহিদ হাসান
‘না না, কোনোভাবেই আর্জেন্টিনা জিতবে না। এবারও ব্রাজিল কোপা আমেরিকা কাপ নেবে’—বিদ্যা সিনহা মিম
‘পছন্দের দল ব্রাজিল, সেই হিসেবে চাওয়া ব্রাজিলেই কাপ যাবে’—জিয়াউল ফারুক অপূর্ব
‘আমি বাজি ধরব, আর্জেন্টিনা জিতবে’—মাহিয়া মাহি

বাংলাদেশ সময় রোববার সকাল ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা নিয়ে সাধারণ দর্শকের মতো তারকাদের মধ্যেও চলছে বিশ্বকাপের মতোই উন্মাদনা।

ব্রাজিল ও রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা সরাসরি দেখার জন্য টিকিট কিনেছিলেন অভিনেতা জাহিদ হাসান

ব্রাজিল ও রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা সরাসরি দেখার জন্য টিকিট কিনেছিলেন অভিনেতা জাহিদ হাসান। কিন্তু যেতে পারেননি। এখনো আফসোস আছে। বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনার সমর্থক। এই অভিনেতা বলেন, ‘ম্যারাডোনা মারা যাওয়ার পর এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য বিশেষ কাপ। আমার মনে হচ্ছে, এবার আর্জেন্টিনা কাপ নেবে। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন মেসি। দেশের জন্য এবার সে বড় একটি উপহার দেবে। আমি মনে করি, তারা এবার পাস করবে।’

আর্জেন্টিনা দলের সমর্থক মাহি

ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত অভিনেতা অপূর্ব। তিনি ফেসবুক স্ট্যাটাসে প্রশ্ন রেখেছিলেন, ‘কোপা আমেরিকা কারা জিতবে?’ তাঁর এই স্ট্যাটাসের নিচে ২৪ হাজার ভক্ত মন্তব্য করেছেন। বেশির ভাগ পোস্টেই ভক্তরা নেইমার ও মেসির ছবি শেয়ার করে মন্তব্য করেছেন। আপনার মতে কে জিতবে, জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘এবার ব্রাজিলই জিতবে। তাদের দল অনেক স্ট্রং। তা ছাড়া নিজের দলকে তো খারাপ বলা যাবে না। কিন্তু আর্জেন্টিনাও অনেক ফর্মে আছে। এবার প্রতিদ্বন্দ্বিতা ভালো জমবে।’

২০০৬ সাল থেকে নিয়মিত খেলা দেখেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

২০০৬ সাল থেকে নিয়মিত খেলা দেখেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাঁর পছন্দের দল ব্রাজিল। শুটিং না থাকায় কিছুটা খুশি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ব্রাজিল–আর্জেন্টিনা খেলা হলে আমার বোনের সঙ্গে চরম ঝগড়া, চিল্লাচিল্লি শুরু হতো। সে আর্জেন্টিনার সমর্থক। বোনটা এবার অস্ট্রেলিয়ায়। এবার অনেক মজা করে খেলা দেখব। বিশ্বকাপে ব্রাজিল হারায় অনেক কেঁদেছিলাম। কোপায় হাসব নিশ্চিত। আমরা ফেবারিট, আমরাই জিতব।’

অভিনয়শিল্পী ওমর সানী-মৌসুমী ব্রাজিলের সমর্থক

অভিনয়শিল্পী ওমর সানী-মৌসুমী, মিশা সওদাগর, অপু বিশ্বাস এবং সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, আসিফ, কোনাল ব্রাজিলের সমর্থক। ফেসবুকেও বেশ সরব তাঁরা। মিশা সওদাগর সম্প্রতি ঢালিউডের আরেক অভিনেতা নিরবের জন্মদিন উপলক্ষে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেই ছবিতে মিশা সওদাগরের গায়ে ব্রাজিলের টি-শার্ট, নিরবের গায়ে আর্জেন্টিনা। মিশা সওদাগর বলেন, আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু দেশের জন্য মেসির কিছু একটা করা উচিত। সে যেন গর্ব করে বলতে পারে দেশের একটি বড় জয় এনে দিয়েছে, সেটা হলেও আশ্চর্য লাগবে না। ভালোরা জিতুক।’

মিশা সওদাগরের গায়ে ব্রাজিলের টি-শার্ট, ইলিয়াস কাঞ্চল ও নিরবের গায়ে আর্জেন্টিনা জার্সি

মামা, চাচাসহ পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। তাই শৈশব থেকে মুখে লেগে থাকত আর্জেন্টিনার নাম। খেলা সেভাবে দেখেন না। কিন্তু বিশ্বকাপ বা বিশেষ কোনো খেলা হলে কনার ঘুম হারাম হয়ে যায়। এই একনিষ্ঠ মেসি–ভক্ত বলেন, ‘এবারও জিতবে আর্জেন্টিনা। আমার মন বলছে। প্রথম থেকেই তারা ভালো করছে। ফাইনালে ভাগ্য তাদের পক্ষেই থাকবে।’

ছেলের সঙ্গে আর্জেন্টিনা সমর্থক চঞ্চল চৌধুরী

অভিনয়শিল্পী ফেরদৌস, নিপুণ, দীপা খন্দকার, চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, নাদিয়া আহমেদ, জায়েদ খান, মাহিয়া মাহিসহ আরও অনেকেই আর্জেন্টিনার সমর্থক। মাহি বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকেই আমার ভালোবাসার দল আর্জেন্টিনা। এবার আমার দলই জিতবে। এ জন্য লাখ টাকা বাজি ধরতেও রাজি। বাজিতে আমি কখনো জিততে পারি না। তবে এবার আর্জেন্টিনার পক্ষে বন্ধুদের সঙ্গে বাজি ধরে অবশ্যই জিতব। খেলা দেখার সব প্রস্তুতি শেষ। এখন অপেক্ষা করছি।’

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে খেলা নিয়ে সব সময় সরগরম থাকেন দেশের দর্শক। হানাহানি পর্যন্ত গড়ায় ঘটনা। এ প্রসঙ্গে অভিনেত্রী বুবলী ফেসবুকে লিখেছেন, ‘প্লিজ! প্রিয় কোনো দলের প্রতি ভালো লাগা বা সাপোর্ট থাকতেই পারে এবং অবশ্যই তা সম্মান করি, কিন্তু তা যেন নিজেদের ক্ষতি করে বাড়াবাড়ির পর্যায়ে না যায়।’

অপুৃ বিশ্বাস ব্রাজিলের