মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৮

আজ মাছরাঙা টিভিতে

(বাঁ থেকে) চঞ্চল চৌধুরী, ফেরদৌস, মৌসুমী, সিয়াম, নুসরাত ফারিয়া ও ওমর সানী
(বাঁ থেকে) চঞ্চল চৌধুরী, ফেরদৌস, মৌসুমী, সিয়াম, নুসরাত ফারিয়া ও ওমর সানী

আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ২১তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮ অনুষ্ঠানটি। এর আগে বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে এই আয়োজনের অন্যতম অংশ লালগালিচা পর্ব। এটি সঞ্চালনা করেন রুম্মান রশীদ খান।

গত ২৬ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’। অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়ার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান ছিল নানা পরিবেশনায় সাজানো।

এবার নাট্যজন আলী যাকেরকে দেওয়া হয় আজীবন সম্মাননা। দেওয়া হয় নানা বিভাগে তারকাদের পুরস্কার।