দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৫তম আসর বসেছে আজ শুক্রবার। এ বছর পুরস্কারটির রজতজয়ন্তী। ফলে এবারের আসর হচ্ছে আরও জমকালো। দুই দশকের বেশি সময় ধরে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কারের আসর বসেছে। তবে এবারের নতুন ভেন্যু রাজধানীর উত্তরার ইউনাইটেড কনভেনশন সেন্টারের ‘দ্য গ্রেস’ মিলনায়তন। এবার দেওয়া হবে মেরিল-প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার ২০২৩।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩
দুই ছেলে সৌম্য ও দিব্যর সঙ্গে জনপ্রিয় অভিনয়শিল্পী–দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি একই ফ্রেমে চার বর্ষীয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্ব। (বাঁ থেকে) চিত্রশিল্পী রফিকুন নবী, চিত্রনায়ক আলমগীর, সংগীতশিল্পী খুরশীদ আলম ও অভিনয়শিল্পী দিলারা জামান।সপরিবার দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীকাঁদের হাতে উঠছে এবারের পুরস্কার?দিলারা জামানের সঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন দেশের পরিচিতজন ও বিনোদন অঙ্গণের তারকারা...
অনুষ্ঠানস্থলে বর্ষীয়ান সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
অনুষ্ঠানের মঞ্চে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
বক্তব্য দিচ্ছেন মতিউর রহমান
সম্পাদক মতিউর রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
হানিফ সংকেতের হাতে কৃতজ্ঞতা স্মারক
নন্দিত উপস্থাপক হানিফ সংকেতের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
উপস্থাপনায় হানিফ সংকেত
জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এবার নিয়ে পঞ্চমবারের মতো মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান উপস্থাপন করছেন...সর্বশেষ তিনি ২০০৫ সালে তিনি এ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন।
মাসুদ আলী খানের হাতে মেরিল–প্রথম আলো আজীবন সম্মাননা–২০২৪– এর স্মারক তুলে দেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী
মাসুদ আলী খানের সাত দশকের অভিনয়জীবন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমে সমানতালে কাজ করেছেন। ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘একান্নবর্তী’, ‘পৌষ ফাগুনের পালা’ নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি ‘নদী ও নারী’, ‘দুই দুয়ারি’, ‘মাটির ময়না’, ‘মোল্লাবাড়ীর বউ’ চলচ্চিত্রেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি।
সমালোচক পুরস্কার— সেরা ওয়েব সিরিজ: মহানগর–২
মহানগর–২ এর জন্য হইচই বাংলাদেশের পক্ষে পুরস্কার নিচ্ছেন সাকিব আর খান
সমালোচক পুরস্কার (ওয়েব সিরিজ)— সেরা চিত্রনাট্যকার— গুটি সিরিজের আবু সাঈদ রানা, জাহিন ফারুক আমিন, রবিউল আলম রবি ও শঙ্খ দাসগুপ্ত
সমালোচক পুরস্কার (ওয়েব সিরিজ)— সেরা পরিচালক আশফাক নিপুন (মহানগর–২)
পুরস্কার হাতে আশফাক নিপুন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাশেদা কে চৌধূরী
সমালোচক পুরস্কার (ওয়েব সিরিজ)—সেরা অভিনেত্রী —আজমেরী হক বাঁধন, গুটি
পুরস্কার হাতে বাঁধন। পুরস্কার তুলে দেন দিলারা জামান
দিলারা জামানের হাত থেকে সেরা অভিনেতার পুরস্কার নেন মোশাররফ করিম
সমালোচক পুরস্কার (সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র)—সেরা চিত্রনাট্যকার—মৌমিতা হুসেইন, সময় সব জানে
মৌমিতা হুসেইনের হাতে পুরস্কার তুলে দেন রামেন্দু মজুমদার
সমালোচক পুরস্কার (সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র)—সেরা পরিচালক— সাকিব ফাহাদ, সময় সব জানে
পুরস্কার হাতে সাকিব ফাহাদ। পুরস্কার তুলে দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার
সমালোচক পুরস্কার (সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র)—সেরা অভিনেত্রী—তানজিম সাইয়ারা তটিনী, সময় সব জানে
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাচ্ছেন তানজিম সাইয়ারা তটিনী
সমালোচক পুরস্কার (সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র)—সেরা অভিনেতা— তারিক আনাম খান, বুক পকেটে জীবন
পুরস্কার হাতে তারিক আনাম খান
সমালোচক পুরস্কার (চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম)—সেরা চলচ্চিত্র– আম–কাঁঠালের ছুটি
পুরস্কার নিচ্ছেন ‘আম–কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। পুরস্কার তুলে দিচ্ছেন বিজিএমইএ–র সাবেক সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক
সমালোচক পুরস্কার (চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম)—সেরা পরিচালক–মোহাম্মদ নূরুজ্জামান, আম–কাঁঠালের ছুটি
সেরা পরিচালকের পুরস্কার হাতে মোহাম্মদ নূরুজ্জামান
সমালোচক পুরস্কার (চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম)—সেরা অভিনেত্রী–তাসনিয়া ফারিণ, নিকষ
পুরস্কার নিচ্ছেন তাসনিয়া ফারিণ
সমালোচক পুরস্কার (চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম)—সেরা অভিনেতা– লিয়ন আহমেদ, আম–কাঁঠালের ছুটি