তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল নাটক দিয়ে। এরপর সাংবাদিকতা, মৃণাল সেনের হাত ধরে সিনেমাজগতে আসা, গানের জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করা, বই লেখা, পরিচালনা করা—সবই করেছেন, গড়ে তুলেছেন একটা ব্র্যান্ড। কিন্তু এবার যেখান থেকে তাঁর সবকিছু শুরু হয়েছিল, সেই মঞ্চকে বিদায় জানাতে চলেছেন অঞ্জন দত্ত। তার আগে কী লিখলেন?
অঞ্জন নিজের ফেসবুকে লিখেছেন, ‘যত দিন যাচ্ছে, আফসোস হচ্ছে, এটাই আমার শেষ নাটক। কিন্তু আমার কাছে নাটক মানে অভিনেতার শরীর, আর আমার শরীরের বয়স অনেক বেড়ে গেছে। কিন্তু নাটক দিয়েই আমার জীবনের শুরু।
নিজের মতো করে নাটক মাধ্যমকে বুঝতে, দেখতে শেখা। মৃণাল সেনের বদৌলতে সিনেমায় অভিনয়, রোজগারের জন্য গান, সিনেমা তৈরি করা। নাটক বন্ধ।
আবার ২০১২-তে নিজের নাটকের কোম্পানি এবং অনেক নিরীক্ষা। প্রচলিত বাংলা নাট্যচর্চার বিরুদ্ধে যাওয়া, আর্থিক বিপর্যয়, ব্যর্থতা...অনেক দেশি–বিদেশি নাট্যকারের সঙ্গে কাজ করা...আমার জীবনের একটা অচেনা, অজানা দিক বলতে পারেন। সেই দিক শেষ হতে চলেছে।’
অঞ্জন তাঁর পোস্টে আরও লেখেন, ‘মুম্বাইতে, বন্ধু সুধীর মিশ্রর সিরিজে অভিনয় করার ফাঁকে এসব কথাই মনে হচ্ছে।’ তাঁর ভাষ্যে, ‘অনেকে বলছেন, শেষ বলে কিছু নেই। আমার গান আছে এই নিয়ে। কিন্তু কিছু ব্যাপারের শেষ বলে কিছু আছে। সেই শেষ থেকে শুরুও আছে। সেই শুরু হয়তো নাটক নয়।’
এদিন অঞ্জন দত্ত জানান, আগামী ২৫ নভেম্বর মঞ্চস্থ হবে তাঁর শেষ নাটক। অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ কেউ তাঁকে সিদ্ধান্ত বদলাতে বলেছেন। কেউ আবার দীর্ঘ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন।