দেব–ভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নির্মাতা। কোলাজ
দেব–ভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নির্মাতা। কোলাজ

স্ত্রীর বিকৃত ছবি পোস্ট, দেব–ভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নির্মাতা

তারকার ভক্তদের অতি উৎসাহী আচরণ প্রায়ই নানা বিড়ম্বনার জন্ম দেয়। গত কয়েক বছরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গে বড় তারকার ভক্তদের মধ্যে ভার্চ্যুয়াল যুদ্ধ নিয়েও খবর হয়েছে। তবে এবার পশ্চিমবঙ্গের নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সেন ও কথিত দেব–ভক্তদের মধ্যে যা হয়েছে, সেটা অভিনব। অন্তর্জালে পোস্ট, পাল্টা পোস্ট, ঘটনা গড়িয়েছে থানা পর্যন্ত। খবর সংবাদ প্রতিদিন অনলাইনের

ঘটনার সূত্রপাত কথিত দেব–ভক্তের এক পোস্টের মাধ্যমে। তিনি নির্মাতা শিবপ্রসাদকে হুমকি দিয়ে বলেন, তিনি যেন দেবের সঙ্গে একই দিনে ছবি মুক্তি না দেন। পরে সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন। এরপরই অনেকে দেব–ভক্ত দাবি করে জিনিয়াকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন। এখনেই শেষ নয়, এআই প্রযুক্তি ব্যবহার করে জিনিয়ার একটি বিকৃত ছবি অন্তর্জালে ছড়িয়ে দেওয়া হয়। এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে পুলিশের শরণাপন্ন হন শিবপ্রসাদ।

‘বহুরূপী’ সিনেমায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফেসবুক থেকে

গোপনীয়তা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ করেন শিবপ্রসাদ-জিনিয়া। সংবাদ প্রতিদিনকে জিনিয়া সেন বলেন, ‘বুধবার দুপুর থেকেই আমার একাধিক ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সকালে সাইবার ক্রাইমে জানিয়েছি, এবার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলাম আমরা।’

তাঁর মন্তব্য, ‘এ রকম পরিস্থিতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি। এ রকম ফ্যান ক্লাবের উৎপাত আগে কখনো দেখিনি। কুরুচিপূর্ণ কথাবার্তা, হুমকি দেওয়া…এদের বড় রকমের শাস্তি হওয়া উচিত। পুলিশের ওপর আমাদের আস্থা রয়েছে। যে বা যারা এসব করছে, পুলিশ তাদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ নেবে, সেই আস্থা আমাদের রয়েছে।’

স্বভাবতই এমন ঘটনা নিয়ে টালিউড ইন্ডাস্ট্রিতে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

‘খাদান’–এর ‘কিশোরী’ গানের দৃশ্যে দেব ও ইধিকা। এক্স থেকে

অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘নোংরামির একটা সীমা আছে। এই রেপ মেন্টালিটিকেও জাস্টিফাই করা হবে? তারকারা না হয় দাঁতে দাঁত চেপে ট্রল সহ্য করে, কিন্তু ঘরের বউ, দিদি কাউকে এরা ছাড়বে না?’

তবে এত কাণ্ড ঘটলেও দেবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।