বাঘা যতীন চরিত্রে দেব

‘বাঘা যতীন’–এর পোস্টার
ছবি : সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি ইতিহাসনির্ভর ছবিতেও কাজ করেছেন। এর আগে নির্মাতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ সিনেমায় ভারতীয় ফুটবলের কিংবদন্তি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছিলেন দেব। এবার তাঁকে ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে।

আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ সিনেমায় ভারতীয় ফুটবলের কিংবদন্তি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছিলেন দেব

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় খালি হাতে বাঘ মেরেছিলেন বলে জনশ্রুতি আছে, সে কারণেই তিনি বাঘা যতীন নামে পরিচিতি পেয়েছন। তাঁর বায়োপিক নির্মাণ করছে টলিউডের পরিচালক অরুণ রায়। ছবির নাম ‘বাঘা যতীন’। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজ ‘বাঘা যতীন’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেব। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেব লিখেছেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরত্বগাথা, বাংলার বীর—বাঘা যতীন।’

দেব

ইতিমধ্যে চরিত্রের জন্য দেবের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় তৈরি হবে ছবিটি। দেড় বছর ধরে ছবির চিত্রনাট্যের কাজ করছেন পরিচালক অরুণ রায়। চলতি বছর নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং।
এই মুহূর্তে দেব ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘প্রজাপতি’ নিয়ে।

দেব

অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে মিঠুন চক্রবর্তীর ছেলের ভূমিকায় অভিনয় করবেন দেব। রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’–এ বিচারকের ভূমিকায় আছেন দেব। কিছুদিনের মধ্যেই মুক্তির অপেক্ষায় থাকা ‘কাছের মানুষ’ ছবির প্রচারণা শুরু করবেন দেব, এতে তার সহশিল্পী হিসেবে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।