কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি ‘অভিমান’, আসছেন অমিতাভ, জয়া, শাহরুখ, রানী ও অরিজিৎ

‘অভিমান’–এ জয়া ও অমিতাভ
ছবি : সংগৃহীত

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৫ ডিসেম্বর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উদ্বোধনী ছবি অমিতাভ-জয়া অভিনীত সিনেমা ‘অভিমান’।

এবারের উৎসবে বসবে তারকার মেলা। থাকবেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানী মুখার্জি ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আরও থাকছেন ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলীও। আমন্ত্রণ জানানো হয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুকেও।

কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রানী মুখার্জিকে

বলিউডে রানী মুখার্জি ২৫ বছর পূর্ণ করেছেন। তাই এবারে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে গত ১১ অক্টোবর ৮০ বছর পূর্ণ করেছেন অমিতাভ বচ্চন। তাই এবারের উদ্বোধনী মঞ্চে তাঁকে বিশেষ সংবর্ধনা দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভকে শ্রদ্ধা জানাতেই উৎসবের উদ্বোধনী ছবি নির্বাচিত করা হয়েছে ‘অভিমান’কে।

শাহরুখ খান

বাঙালি পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি নির্মিত হয়েছিল ১৯৭৩ সালে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ ও জয়া। অমিতাভকে কেন্দ্র করে নন্দন চত্বরে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। এবার সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা করবেন বলিউডের পরিচালক সুধীর মিশ্র।

অরিজিৎ সিং

উৎসবে ৫২টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের থালি গার্ল হিসেবে দেখা যাবে অভিনেত্রী রুক্ষিনীকে। কলকাতা উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটি প্রদর্শিত হবে। মহম্মদ কাইউমের নির্মিত ছবিটি গত নভেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েছে। আরও একটি ছবি এই উৎসবে যোগ দিতে পারে, সেটি হলো ‘হাওয়া’। গত মাসে কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ ঝড় তুলেছিল।

জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’

এবারের উৎসবে আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত বছরের ২৭তম উৎসব অনুষ্ঠিত হয়েছিল ২৫ এপ্রিল। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। এবারও তিনি আসবেন। যদিও করোনার কারণে স্থগিত হয়েছিল ২৭তম চলচ্চিত্র উৎসব। তবে করোনার আবহের মধ্যেই ২০২০ সালের উৎসব হয়েছিল ভার্চ্যুয়াল।