শাকিবের পর এবার লুক দিয়ে চমকে দিলেন দেব

‘বাঘাযতীন’ সিনেমার পোস্টারে দেব
ফেসবুক থেকে

বাণিজ্যিক সিনেমার তারকা নিজেদের লুক নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করতে চান না। করলে কী হয়, তার প্রমাণ শাকিব খানের ‘প্রিয়তমা’র লুক। গত মঙ্গলবার প্রকাশিত শাকিব খানের অশীতিপর বৃদ্ধের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেতা দেবের লুক। খবর আনন্দবাজার অনলাইনের

দেব যে ‘বাঘাযতীন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সেটা পুরোনো খবর। মাঝখানে ছবিটির শুটিংয়ে তাঁর আহত হওয়ার খবরও এসেছে সংবাদমাধ্যম। জানা গেছে, ছবিটিতে বাঘাযতীনের সঙ্গে বাঘের একটি লড়াইয়ের দৃশ্যও থাকবে।

এবার প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। যা চমকে দিয়েছে ভক্ত-দর্শকদের। আজ পোস্টারটি শেয়ার করে টুইট করেছেন দেব।

‘বাঘাযতীন’ সিনেমার পোস্টারে দেব

জানিয়েছেন, কেবল বাংলায় নয়, ছবিটি সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে। টুইটে দেব লিখেছেন, ‘ভারতের ভূমিপুত্র বাঘাযতীনের অমর কাহিনিকে আমরা এই প্রথম বড় পর্দায় নিয়ে আসছি।’

পোস্টারে দেবকে দেখা যাচ্ছে, পাঞ্জাবি সরদারজির লুকে। খাকি পোশাকে কাঁধে বন্দুক। দুই চোখে তীব্র দৃষ্টি। মাথায় পাগড়ি, মুখে লম্বা দাঁড়ি। এর আগে সাধুর বেশে ছবিতে তাঁর একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, ছবিতে আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে।

দেবের এই বিশেষ লুক তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর। দেবের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত। ছবিটি আগামী ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।
ছবিটিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করেছেন দেব। ‘বাঘাযতীন’ পরিচালনা করেছেন অরুণ রায়।