দেখতে পারেন জয়া আহসানের ১০টি নতুন ছবি

শুক্রবার দুই বাংলায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি ছবি। পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’ আর বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’। আজ সন্ধ্যায় জয়া ‘ভূতপরী প্রিমিয়ার লুক’ ট্যাগে ১০টি নতুন ছবি শেয়ার করেছেন। চলুন দেখি সে ছবিগুলো
‘ভূতপরী’তে বনলতার চরিত্রে রয়েছেন জয়া আহসান
‘ভূতপরী’তে বনলতার চরিত্রে রয়েছেন জয়া আহসান
ছবিতে মরে গিয়ে ভূত হয়ে গিয়েছে, আর ভূত হয়েও সে মরতে চায় কিন্তু মর‍তে পারছে না। এই সময় তাঁকে সাহায্য করে একটি বাচ্চা ছেলে
ছবিতে মরে গিয়ে ভূত হয়ে গিয়েছে, আর ভূত হয়েও সে মরতে চায় কিন্তু মর‍তে পারছে না। এই সময় তাঁকে সাহায্য করে একটি বাচ্চা ছেলে
এই ছবির গল্প, ছবির টিম এবং পরিচালনা নিয়ে খুবই খুশি জয়া আহসান
এই ছবির গল্প, ছবির টিম এবং পরিচালনা নিয়ে খুবই খুশি জয়া আহসান
১০ বছরের বেশি সময় ধরে ভারতীয় ছবিতে কাজ করছেন জয়া আহসান
 ১০ বছরের বেশি সময় ধরে ভারতীয় ছবিতে কাজ করছেন জয়া আহসান
‘ভূতপরী’ ছবি নিয়ে আশাবাদী জয়া
ভূতপরীর প্রিমিয়ারে পরেছেন টুকটুকে লাল কাতান শাড়ি
‘আবর্ত’, ‘অর্ধাঙ্গিনী’, ‘রাজকাহিনি’, ‘রবিবার’, ‘দশম অবতার’-জয়ার এপার বাংলার উল্লেখযোগ্য সব কাজ
শুটিংয়ে জয়া আহসান
১৯৪৭ থেকে ২০১৯—এই পুরো সময়কালকেই ছবিতে ধরেছেন পরিচালক
‘ভূতপরী’ সিনেমায় জয়া আহসান