পশ্চিমবঙ্গের প্রযোজক ও সুরকার অসীমা মুখোপাধ্যায় মারা গেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে কলকাতায় নিজের বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আনন্দবাজার পত্রিকাকে তাঁর পরিবার জানিয়েছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অসীমা। চিকিৎসক জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু হয়েছে।
‘চৌরঙ্গী’ ছবিতে অসীমার সুরে ও মান্না দের কণ্ঠে ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটি আজও অনেক শ্রোতা মনে রেখেছেন। অসীমার আরেকটি পরিচয়, তিনি অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী। একাধিক সফল ছবি প্রযোজনা করেছিলেন অসীমা। ‘চৌরঙ্গী’ ছাড়াও এ তালিকায় আছে ‘মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলা’।
তাঁর সুরে গান গেয়েছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্ল প্রমুখ।
দীর্ঘদিন কলকাতা ও জামশেদপুর আকাশবাণীতে সহ-অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন অসীমা। সংগীত পরিচালনার পাশাপাশি গায়িকা হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি। একাধিক ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দের সঙ্গে দ্বৈত গান গেয়েছিলেন তিনি। আরতি মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের সঙ্গে তাঁর গাওয়া ‘শুভ্র শঙ্খরবে’ গানটি আজও অনেক শ্রোতা মনে রেখেছেন।
অসীমার প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘চৌরঙ্গী’ ছবির অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন। এর তিন দিন পরই চলে গেলেন অসীমা।