বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য কলকাতায় এক অনুষ্ঠানে পুরস্কার পাওয়ার কথা ছিল ঢাকাই ছবির তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানীর। কিন্তু বিশেষ কারণে উপস্থিত হতে না পারায় তাঁরা পুরস্কার নিতে পারলেন না। কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স চলচ্চিত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে।
বুধবার কলকাতার আইসিসিআর মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
তালিকায় ছিলেন বাংলাদেশের তারকা মৌসুমী ও ওমর সানী। আরও ছিলেন কলকাতার তারকা পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী লিলি চক্রবর্তী, পরিবেশক প্রীতম জালান প্রমুখ। মৌসুমী ও ওমর সানীর হাতে তুলে দেওয়ার কথা ছিল ‘রাজ–রাজ্জাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
বাংলাদেশের দুই তারকা না থাকলেও কলকাতার পুরস্কারজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
উত্তরীয়, স্মারক, শুভেচ্ছাপত্র ও অর্থ দেওয়া হয় তাঁদের। চারজনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি আর এস খেমকা, কলকাতার মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার, বাংলাদেশ উপহাইকমিশনের প্রেসসচিব রঞ্জন সেন, দূতাবাসের কাউন্সিলর কনস্যুলার আলমাস হোসেন প্রমুখ।