কলকাতায় ছবির প্রিমিয়ারে আরিফিন শুভ। ভাস্কর মুখার্জি
কলকাতায় ছবির প্রিমিয়ারে আরিফিন শুভ। ভাস্কর মুখার্জি

চেষ্টা করেছি মনপ্রাণ দিয়ে ছবিটির চরিত্রকে ফুটিয়ে তুলতে: আরিফিন শুভ

বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ বলেছেন, ‘বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করতে পেরে আমি ধন্য ও গর্বিত। ভাবতেই পারিনি এত বড় মাপের এক নেতার চরিত্রে অভিনয় করার সুযোগ পাব।

তাই তো সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। চেষ্টা করেছি মনপ্রাণ দিয়ে ছবিটির চরিত্রকে ফুটিয়ে তুলতে। জানি না কতটুকু আমি করতে পেরেছি।’

আজ কলকাতা অ্যাক্রপলিশ মলের সিনেপলিশ প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনী হয়।

কলকাতায় ছবির প্রিমিয়ারে আরিফিন শুভ। ভাস্কর মুখার্জি

এই উপলক্ষে এখানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন আরিফিন শুভ।

‘মুজিব: একটি জাতির রূপকার’ বাংলাদেশের তৈরি ছবিটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। ছবিতে আরও অভিনয় করেছেন নুসরত ইমরোজ তিশা, জায়েদ খান, নুসরাত ফারিয়া মাজহার, চঞ্চল চৌধুরী, এলিনা শামিমি প্রমুখ। ভারতে ছবিটি মুক্তি পাবে কাল ২৭ অক্টোবর।

ছবিটি নির্মাণ করেছে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন এবং ভারতের ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন যৌথভাবে।

কলকাতায় ছবির প্রিমিয়ারে আরিফিন শুভ। ভাস্কর মুখার্জি