‘পাঠান’ ঝড়ে বিধ্বস্ত বলিউড তথা দক্ষিণি একঝাঁক ছবি। কিন্তু এর দাপটে উড়ে যায়নি মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’। বরং ‘পাঠান’-এর দাপটের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই বাংলা ছবি।
গোটা পশ্চিমবঙ্গের বুকে ‘পাঠান’ ঝড় আছড়ে পড়েছে। শাহরুখ খানের এই কামব্যাক ছবিটি এ রাজ্যে দুরন্ত ব্যবসা করেছে। পশ্চিমবঙ্গের চিত্র পরিবেশকেরা অনুমান করেছিলেন ‘পাঠান’ মুক্তির পর ‘প্রজাপতি’ ছবির অবস্থা খারাপ হবে। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে টলিউড সুপারস্টার দেব অভিনীত ‘প্রজাপতি’ ছবিটি ‘পাঠান’ ঝড়কে মোকাবিলা করেছে। শুধু তা–ই নয় এই বাংলা ছবিটি নতুন এক রেকর্ড গড়েছে। ‘প্রজাপতি’ ছবিটি প্রেক্ষাগৃহে ৫০ দিন পার করে ফেলেছে।
প্রথমে দেবের এই ছবিটি ‘পাঠান’-এর সামনে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আর তাই ‘পাঠান’ ছবির পরিবেশকেরা পশ্চিমবঙ্গের সিঙ্গেল স্ক্রিন থিয়েটারদের মালিকদের সামনে শর্ত দিয়েছিলেন ‘পাঠান’ চালাতে হলে সারা দিনের সব শোতেই ছবিটি চালাতে করতে হবে। আর তাই সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহের মালিকদের কাছে ‘পাঠান’ ছাড়া আর কোনো ছবি চালানোর পথ খোলা ছিল না। বোঝাই যাচ্ছে যে নিদেনপক্ষে স্ক্রিনে মুক্তি পেয়েও ‘প্রজাপতি’ বক্স অফিসে টিঁকে আছে। আর এটা মোটেও সহজ কথা ছিল না।
গত বছর ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব, মিঠুন আর মমতাশঙ্কর অভিনীত ‘প্রজাপতি’ ছবিটি। গত শুক্রবার ছবিটি ৫০ দিন পার করে ফেলল। এক রিপোর্ট অনুযায়ী, এই বাংলা ছবি ৪৯ দিনের মাথায় ১২ কোটির বেশি আয় করেছে। ‘প্রজাপতি’ বাংলা সিনেমার জগতে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। মিঠুনের এ ছবি এখন তৃতীয় সবচেয়ে আয় করা বাংলা ছবি।
‘পাঠান’ ছবিটি শিগগিরই ৩০ কোটি করে পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি আয় করা সিনেমা হবে। আয়ের দিক থেকে ‘পাঠান’ বলিউডের সবচেয়ে বড় ছবি। ছবিটি এখন পর্যন্ত ৪৫৮ কোটি রুপির বেশি আয় করেছে। বিদেশের মাটিতেও ‘পাঠান’-এর দাপট তুঙ্গে।