নয়ন রহস্য’ সিনেমার দৃশ্যে ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিজিৎ গুহ
নয়ন রহস্য’ সিনেমার দৃশ্যে ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিজিৎ গুহ

এসেছে ফেলুদার ‘নয়ন রহস্য’

ভারতে এখন মানুষের বেশি ব্যস্ততা নির্বাচন নিয়ে। ক্রীড়ানুরাগীরা আবার আইপিএল নিয়েও সময় কাটাচ্ছেন। এর মধ্যে সাড়া জাগিয়ে বড় পর্দায় এসেছে নতুন ‘ফেলুদা’, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন ‘নয়ন রহস্য’। ছবিটি মুক্তি পেয়েছে আজ ১০ মে শুক্রবার। এটা ফেলুদাপ্রেমীদের অন্যতম পছন্দের গল্প।
চলচ্চিত্র সমালোচকদের অনেকের ধারণা, ছবিটি এ সপ্তাহে আলোচনায় থাকবে। কেননা, ‘ফেলুদা’র জাদু কোনো দিন কমেনি। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ‘ফেলুদা’র গল্প বাঙালিরা বহুবার পড়েছেন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ফেলুদাপ্রেমীদের মুখস্থ বটে। তা-ও বড় পর্দায় ‘ফেলুদা’ এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে।

এ গল্প অনেকের জানা। মূলত এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবেন, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন ‘নয়ন রহস্য’

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে পরিচালক সন্দীপ রায় বলেন, ‘“হত্যাপুরী” ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’ পরিচালক আরও বলেন, ‘“ফেলুদা”র গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবি দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’

জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে

সিনেমাটি নিয়ে ইন্দ্রনীলের ভাষ্য, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। “হত্যাপুরী”র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে এবারও সেই সমর্থন পাব আশা করছি। “ফেলুদা”র ম্যাজিক কোনো দিন কমেনি।’
‘নয়ন রহস্য’-এর সঙ্গে মুক্তি পেয়েছে আরও দুটি বাংলা ছবি—‘দাবাড়ু’ ও ‘চালচিত্র এখন’।