কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবার এই উৎসব ২৯ বছরে পা দিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এই উৎসবে এবার বিশেষ অতিথি হয়ে আসছেন বলিউড তারকা সালমান খান। আরও আসার কথা অমিতাভ বচ্চন, শাহরুখ খানেরও।
২৯তম কলকাতা উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অভিনেতা এই দায়িত্ব পেয়ে দারুণ খুশি। বলেছেন, তাঁর হৃদয়জুড়ে সব সময় থাকে এই উৎসব। এবারও উৎসব কমিটির সভাপতি থাকছেন পরিচালক রাজ চক্রবর্তী।
এর আগে প্রসেনজিৎ চলচ্চিত্র উৎসব কমিটির সভাপতি ছিলেন। ২০১৯ সালে ওই পদে বসেন রাজ চক্রবর্তী।
এবারের উৎসবে বিশেষ অতিথি হিসেবে বলিউড তারকা সালমান খান যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। আরও আসছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান।
গত বছরের ২৮তম উৎসব অনুষ্ঠিত হয়েছিল ১৫ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে।
উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা।
কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯৫ সাল থেকে চলে আসছে। এবারের উৎসবেও বাংলাদেশের চলচ্চিত্রও যোগ দিচ্ছে। গতবার যোগ দিয়েছিল মুহাম্মদ কাইউমের নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ফাখরুল আরেফিন খানের মুক্তিযুদ্ধের ছবি ‘জেকে ১৯৭১’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’।