বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্রগুলো নিয়ে পশ্চিমবঙ্গে একের পর এক তৈরি হচ্ছে সিনেমা ও সিরিজ। ফেলুদা আর ব্যোমকেশ বক্সীকে নিয়ে অনেক সিনেমা ও সিরিজ হয়েছে। পর্দায় দেখা গেছে গোগল, কিরীটী রায়, শবরসহ অনেক গোয়েন্দাকেই। বাকি ছিল চারুচন্দ্র ভাদুড়ি ওরফে ‘ভাদুড়ি মশাই’। এবার পর্দায় আসতে চলেছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই চরিত্র।
তবে সিনেমা নয়, ‘ভাদুড়ি মশাই’কে নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ, যেখানে ‘ভাদুড়ি’ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। অভিনেতা ইতিমধ্যেই সিরিজটিতে অভিনয়ের প্রস্তাবে সায় দিয়েছেন।
পূজার পর শুরু হবে এই ওয়েব সিরিজের শুটিং। প্রধান চরিত্রে চিরঞ্জিৎ থাকলেও অন্য চরিত্রগুলোয় কারা আসছেন, সেটা নিয়ে এখন কথাবার্তা চলছে প্রযোজক, পরিচালকদের মধ্যে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়।
‘ভাদুড়ি মশাই’ গোয়েন্দা চরিত্র। চরিত্রটি নিয়ে বেশ কয়েকটি উপন্যাস ও বড় গল্প লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পরে গল্প ও উপন্যাসের সংকলন নিয়ে ‘ভাদুড়ি সমগ্র’-এর কয়েকটি কিস্তিও বের হয়। তবে সিরিজটি কোন গল্প অবলম্বনে তৈরি হচ্ছে, তা জানা যায়নি।
এই চারুচন্দ্র ভাদুড়ি এক অবসরপ্রাপ্ত সিবিআই কর্মকর্তা, যে পরে নিজের বেসরকারি গোয়েন্দা সংস্থা খুলে বসে। ভাদুড়ি থাকে ভারতের বেঙ্গালুরুতে। তবে কাজের ছুটিতে তাকে ছুটে বেড়াতে হয় ভারতের নানা প্রান্তে, অবধারিতভাবেই সেখানে জড়িয়ে পড়ে রহস্যের সমাধানে।
চিরঞ্জিৎ এর আগেও গোয়েন্দা ছবিতে অভিনয় করেছেন। অনিকেত চট্টোপাধ্যায়ের ছবিতে গোয়েন্দা কিরীটীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’ ছবিতেও গোয়েন্দা চন্দ্রকান্তের ভূমিকায় দেখা গেছে অভিনেতাকে।