জিৎ। আইএমডিবি
জিৎ। আইএমডিবি

‘লায়ন’ কেক কেটে জন্মদিন উদ্‌যাপন জিতের, রাফীর সিনেমার খবর কী

কিছুদিন আগেই জানা গেছে, পশ্চিমবঙ্গের তারকা জিৎকে নিয়ে সিনেমা বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রায়হান রাফী। যৌথ প্রযোজনার এই সিনেমায় দেখা যাবে বাংলাদেশি শিল্পীদেরও। গত সপ্তাহে জানা যায়, সিনেমাটির কাজ স্থগিত হয়েছে। তবে এবার সেই ‘লায়ন’ সিনেমা নিয়ে নতুন খবর জানা গেল।

৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলাদেশের পরিচালক রায়হান রাফীর ‘লায়ন’ ছবির তিনিই নায়ক। সেই খবরে সিলমোহর দিয়েছিলেন ছবিটির ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে।

‘লায়ন’ কেক কেটে জন্মদিন উদ্‌যাপন জিতের। এক্স থেকে

শনিবার নায়কের জন্মদিনে তিনি একটি কেক উপহার দিয়েছেন। সাধারণ কেক নয়, বরং সেই কেক বহন করছে বিশেষ ইঙ্গিত। চকলেট কেকের গায়ে উজ্জ্বল এক সিংহের মুখ! মাথায় সোনালি মুকুট। প্রযোজক জানিয়েছেন, কেক দেখে দারুণ খুশি নায়ক। কেটে সঙ্গে সঙ্গে তাতে কামড় বসিয়েছেন।

আনন্দবাজার অনলাইনকে শ্যামসুন্দর জানিয়েছেন সিনেমাটি নিয়ে নতুন তথ্য। তিনি বলেন, ‘বলেছিলাম, ছবিটি হচ্ছে। এই কেক তার প্রমাণ। “লায়ন”-এর জন্য বিশেষভাবে তৈরি এই কেক। একা আমি নই, আজ বাংলাদেশ থেকে রায়হানও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিৎদাকে।’

এই প্রযোজক আরও জানিয়েছেন, ফোনে প্রতিদিন ছবি নিয়ে আলোচনা হচ্ছে তাঁদের। ছবিতে জাহাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সেটির কারণেই ছবিটি তৈরি হতে একটু সময় লাগছে। প্রযোজকের আশা, নতুন বছরে সব সমস্যা মিটে যাবে। তিনিও ‘লায়ন’কে শুটিং ফ্লোরে পৌঁছে দিতে পারবেন।