মিঠুন চক্রবর্তী ও আফসানা মিমি। কোলাজ
মিঠুন চক্রবর্তী ও আফসানা মিমি। কোলাজ

মিঠুনের বিপরীতে মিমি

ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিপরীতে প্রথমবারের মতো দেখা যেতে পারে বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমিকে। সিনেমাটি পরিচালনা করবেন ‘সহজপাঠের গপ্পো’ নির্মাতা মানসমুকুল পাল। নির্মাতার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মানসমুকুল তাঁর আগামী ছবিতে মুখ্য ভূমিকায় বেছে নিয়েছেন দুই পছন্দের তারকাকে। এর একজন মিঠুন চক্রবর্তী, অন্যজন বাংলাদেশের আফসানা মিমি। শিগগিরই বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে এ নির্মাতার। জানিয়েছেন, বাংলাদেশে এসে সবার আগে আফসানা মিমির সঙ্গে দেখা করে ছবি নিয়ে কথা বলবেন।

‘সহজপাঠের গপ্পো’ দিয়ে আলোচনায় আসেন মানসমুকুল। বাংলা বিনোদন দুনিয়ায় ভিন্ন ধারার পরিচালকের তকমা পেয়েছেন তিনি। সিনেমাটির পর লম্বা বিরতি দিয়েছেন নির্মাতা, ফের ফিরছেন পরিচালনায়।
প্রত্যাবর্তনে এত সময় নিলেন কেন? এবারেও কি অন্য ধারার গল্প বলবেন? এ প্রশ্নে নির্মাতার উত্তর, ‘মনের মতো গল্প না পেলে ছবি বানানোর তাগিদ জাগে না। তাই দ্বিতীয় ছবি বানাতে এতটা সময় নিয়ে নিলাম।’

মানসমুকুল পাল একই সঙ্গে আরও জানিয়েছেন, নিজের গল্প থেকেই তৈরি করছেন পরের ছবি। এটিতেও থাকবে টানটান নাটকীয়তা। এরই মধ্যে তৈরি হয়েছে চিত্রনাট্য। অভিনেতাদের শিডিউল পেলেই শুরু হবে দৃশ্যধারণ।
হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়েও ছবি বানানোর ইচ্ছা মানসমুকুলের। নিজে আরও একটি ছবির গল্প লিখছেন তিনি। তার জন্য বাংলাদেশের কিছু অঞ্চল ঘুরে দেখা দরকার বলে মনে করছেন নির্মাতা। বাংলাদেশে আসার এটিও একটি কারণ।

মিঠুনের বিপরীতে এর আগে দেখা গেছে বাংলাদেশের নায়িকা রোজিনাকে। শক্তি সামন্তের পরিচালনায় ‘অন্যায় অবিচার’ ছবিটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল।

এবারেও কি যৌথ প্রযোজনা? প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা চলছে। বিষয়টি এখনো ঠিক হয়নি। সব গুছিয়ে সেটে যেতে তাঁর আরও একটু সময় লাগবে। আশা, তত দিনে সব সমস্যা মিটে যাবে।’