মাসখানেক ধরেই অসুস্থ পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘বহুরূপী’ সিনেমার শুটিংয়ে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার মধ্যেও নিজের শুটিং চালিয়ে যাচ্ছিলেন।
বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিনি। গলব্লাডারে পাথর ধরা পড়েছে তাঁর। হয়েছে অস্ত্রোপচারও।
বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল শনিবার সকালেই অস্ত্রোপচার হয়েছে।
পরিবারের ঘনিষ্ঠজনেরা বলেছেন, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়েই চিকিৎসকের কাছে গিয়েছিলেন অভিনেত্রী।
পরীক্ষার পর জানা যায় পিত্তথলিতে পাথর আছে। এর পরপরই হাসপাতালে ভর্তি হন। তবে অস্ত্রোপচারের পর তিনি বিপদমুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। জ্ঞান ফিরলেও বিশ্রাম নিচ্ছেন তিনি।
আপাতত অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে অভিনেত্রীকে। এরপরই জানা যাবে, হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন তিনি। ফাটাফাটি অভিনেত্রীর সঙ্গে সারাক্ষণ আছেন তাঁর মা শতরূপা সান্যাল ও দিদি চিত্রাঙ্গদা। গত মাসের শেষেই নিজের আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেন তিনি। সম্প্রতি দিদির বিয়ের কিছু মুহূর্তও ইনস্টাগ্রামের পাতায় ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।