কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, তিন দিনের উৎসবে বিনা মূল্যে দেখা যাবে ২৪ সিনেমা

পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
ভাস্কর মুখার্জি

আজ সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। উদ্বোধন করলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ২৯ জুলাই থেকে তিন দিনব্যাপী এ উৎসবে দেখানো হবে বাংলাদেশের ২৪টি চলচ্চিত্র। প্রদর্শনী চলবে নন্দন ১ এবং নন্দন ২ প্রেক্ষাগৃহে।
প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ও পরিচালক ব্রাত্য বসু এবং চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ।

হাছান মাহমুদ বলেন, এ উৎসবের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে। তিনি বলেন, ‘এখন আমাদের দুই দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময় হচ্ছে। আমরা ভারতের ১০টি চলচ্চিত্রকে বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছি। আমরা মনে করি, এভাবেই আমাদের দুই দেশের চলচ্চিত্র অঙ্গন সমৃদ্ধ হবে।’

কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘কলকাতায় এখনো বাংলাদেশের ছবি দেখার বহু ভক্ত রয়েছেন। আমি মনে করি, এই চলচ্চিত্র উৎসব কলকাতাবাসীকে বাংলাদেশের চলচ্চিত্র দেখার সাধ পূরণ করবে।’

তিন দিনব্যাপী এ উৎসবে দেখানো হবে বাংলাদেশের ২৪টি চলচ্চিত্র

পরিচালক ব্রাত্য বসু বলেন, ‘চলচ্চিত্র উৎসব দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও উজ্জীবিত করবে।  চলচ্চিত্রই পারে আমাদের মৈত্রীর বন্ধন আরও দৃঢ় করতে।’

চলচ্চিত্র উৎসব উপলক্ষে কলকাতায় এসেছেন বাংলাদেশের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে আছেন অরুণা বিশ্বাস, ফেরদৌস, পূর্ণিমা, নুসরাত ফারিয়া প্রমুখ।

চলচ্চিত্র উৎসব উপলক্ষে কলকাতায় এসেছেন বাংলাদেশের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে আছেন অরুণা বিশ্বাস, ফেরদৌস, পূর্ণিমা, নুসরাত ফারিয়া প্রমুখ

প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত চলচ্চিত্রগুলো বিনা মূল্যে উপভোগ করা যাবে।

এ উৎসবে অংশ নেওয়া সিনেমাগুলোর মধ্যে আছে ‘হাসিনা: এ ডটার’স টেল’, ‘জেকে১৯৭১’,  ‘গুনিন’, ‘বিউটি সার্কাস’, ‘ন-ডরাই’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’, স্ফুলিঙ্গ’, ‘পাপ পুণ্য’ ইত্যাদি।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে এ উৎসবের।