ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘স্পর্শ’র কলকাতার শুটিং শেষ হলো গতকাল বৃহস্পতিবার। বাংলাদেশের প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট ও ভারতের রোল ক্যামেরা অ্যাকশন যৌথভাবে নির্মাণ করছে ছবিটি।
ছবিটির কাহিনি গড়ে উঠেছে অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, বাংলাদেশের নিরব, আরিয়ানা জামান, জেসিয়া ইসলাম, জাকির হুসেন। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও পশ্চিমবঙ্গের অভিনন্দন দত্ত। ছবিটি একযোগে আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ছবিটি দুই দেশে মুক্তি পাওয়ার কথা।
ছবিটি মুক্তির ফলে দুই বাংলার ছবি দুই দেশে আরও জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেছেন অনন্য মামুন। তিনি গতকাল ছবির শুটিং শেষে প্রথম আলোকে বলেছেন, ‘আমরা আশা করছি, এই যৌথ প্রযোজনার ছবিটি দুই দেশের সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করবে।’
অনন্য মামুনের এটি হবে ২৩তম ছবি। এর আগে এ পরিচালক কলকাতায় আরও দুটি ছবি করেছিলেন। ছবি দুটি হলো ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘তুই শুধু আমার’। অন্য অভিনেতারাও এ ছবির সাফল্য নিয়ে প্রথম আলোর কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। বলেছেন, এই ছবি দর্শকদের মুগ্ধ করবে।
গতকাল ‘স্পর্শ’র শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার নরেন্দ্রপুরের দুটি বাগানবাড়ি ও একটি বেসরকারি ক্লিনিকে।