ঢাকার পর কলকতাতেও স্মরণীয় অভিষেক হলো ইধিকা পালের। ২০২২ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তাঁর পর্দার জুটি সুপারহিট। এর পর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাঁকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।
দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে চুক্তিবদ্ধ হন। গত ২০ ডিসেম্বর মুক্তির পর ছবিটিও সুপারহিট। ফলে নিজের দেশেও স্মরণীয় অভিষেক হলো ইধিকার। টানা সাফল্য, ঢাকা ও কলকাতার সিনেমার দুই বড় তারকার সঙ্গে জুটি হওয়াসহ নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সংবাদপত্র ‘সংবাদ প্রতিদিন’-এর সঙ্গে কথা বলেছেন ইধিকা।
বড়দিন উপলক্ষে মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘খাদান’। ছবিটি দিয়েই দীর্ঘদিন পর পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় দেখা গেল দেবকে।
সিনেমার অন্যতম প্রযোজকও তিনি। সুজিত দত্ত পরিচালিত ছবিটি মুক্তির ১১ দিনে বক্স অফিস থেকে ১০ কোটি রুপি আয় করেছে। শাকিব খানের পর দেবের সঙ্গে জুটি হয়ে এমন সাফল্য উপভোগ করছেন ইধিকা।
‘সংবাদ প্রতিদিন’কে তিনি বলেন, ‘ছবি মুক্তির আগে “কিশোরী” গানটি মুক্তি পায়। এর পর থেকেই দর্শকের ব্যাপক সাড়ায় অভিভূত। মাত্র মাত্র ১০ দিনেই গানটির ভিউ ১ কোটি পার হয় (এখন ৫ কোটির বেশি), এটা অনেক বড় সাফল্য। এখন সিনেমার সাফল্য উপভোগ করছি।’
দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারত না।’ ইধিকা জানান, প্রযোজক-নির্মাতা চাইলে তিনি দেবের সঙ্গে জুটি হয়ে আরও কাজ করতে চান।
কিছুদিন আগেই মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করেছেন ইধিকা। ‘প্রিয়তমা’র পর এ ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি। ইধিকা জানান, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।