উত্তমকুমারকে সাদাকালো যুগ থেকে একেবারে ডিজিটাল ইফেক্টের যুগে তুলে এনেছেন সৃজিত মুখার্জি
উত্তমকুমারকে সাদাকালো যুগ থেকে একেবারে ডিজিটাল ইফেক্টের যুগে তুলে এনেছেন সৃজিত মুখার্জি

৪৪ বছর পর বড় পর্দায় উত্তমকুমার!

একটি ছেলে বিছানায় শুয়ে আছে, তার পাশে বসে আছেন মহানায়ক উত্তমকুমার! বলছেন, ‘কী, কেমন আছ?’ আর সাদাকালো উত্তমকুমারকে দেখে চমকে উঠে ছেলেটি বলছে, ‘এ আমি কাকে দেখছি, ভগবান?’ উত্তরে উত্তম বলছেন, ‘ভূত দেখেছিস! আমার প্রেতাত্মা দেখেছ, ইডিয়ট!’ এভাবেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা ‘অতি উত্তম’-এর ট্রেলার।
মৃত্যুর ৪৪ বছর পর যেন আবার বড় পর্দায় ‘হাজির’ হয়ে সবাইকে চমকে দিলেন মহানায়ক। বলছেন সংলাপ। মনের মতো হেঁটে বেড়াচ্ছেন এখান থেকে সেখানে! হাসছেন, ধমক দিচ্ছেন, যেন বহু বছর পর ফিরেছেন জীবন্ত উত্তমকুমার। তাঁকে নিয়ে বানানো হয়েছে নতুন ছবি। অবিশ্বাস্য ব্যাপার। কেউ যদি ট্রেলার না দেখে ছবিটি দেখতে হলে যান, তাহলেই হয়েছে, ভূত দেখার মতোই চমকে উঠবেন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর সেখানেই বাজিমাত করেছেন সৃজিত মুখার্জি। উত্তমকুমারকে সাদাকালো যুগ থেকে একেবারে ডিজিটাল ইফেক্টের যুগে তুলে এনেছেন পরিচালক। ট্রেলারের শুরু থেকে শেষ অবধি শুধু উত্তমকুমারের প্রসঙ্গ। এই মাসের ২২ তারিখেই মুক্তির কথা রয়েছে ছবিটির।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার

ছবির মুখ্য চরিত্র কৃষ্ণেন্দুর জীবনে দুটো অধ্যায় আছে। একটি উত্তমকুমার। মহানায়ককে নিয়ে পিএইচডি করছে সে। মূলত মহানায়কের হাসিই তার গবেষণার বিষয়বস্তু। গবেষণা করতে করতে কৃষ্ণেন্দু যেদিকে তাকায়, সেদিকেই শুধু প্রয়াত উত্তমকুমারকে দেখতে পায়।

মানে উত্তমকুমারের আত্মার সঙ্গে তার বিশেষ যোগ তৈরি হয়। কৃষ্ণেন্দুর বিশ্বাস, বহু সমস্যায় পাশে পেয়েছেন নায়ককে। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সোহিনী। মনের মানুষকে প্রোপোজ করতে গিয়েই বিপত্তি বাধে কৃষ্ণেন্দুর। আর তখনই তার সাহায্যে এগিয়ে আসেন স্বয়ং মহানায়ক নিজে। কী ঘটবে এরপর? জানতে হলে দেখতে হবে ‘অতি উত্তম’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং গৌরব চট্টোপাধ্যায়।

সিনেমার ট্রেলার দেখেই সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ সিনেমা বোদ্ধারা। অনেকে বলছেন, এই যুগে এত গবেষণা করে উত্তমকুমারের সংলাপের সঙ্গে মিল রেখে চিত্রনাট্য তৈরি করা শুধু সৃজিতের পক্ষেই সম্ভব। উত্তমের সংলাপের অংশ কেটে নিয়ে বিশেষভাবে সম্পাদনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিচালকের অন্যান্য সিনেমার মতো এটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে। তার ওপর উত্তমকুমারের বিশেষ আকর্ষণ তো আছেই। ছবি মুক্তির পরই বলা যাবে ‘অতি উত্তম’ এর আসল গল্পখানা কী? এটা তো শুধু ট্রেলার!