পরমব্রত ও পিয়া
পরমব্রত ও পিয়া

বিয়ের পরদিন হাসপাতালে পরমব্রতর স্ত্রী পিয়া

নবদম্পতি অভিনেতা, নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুরে রেজিস্ট্রি বিয়ে করেন তাঁরা। সহকর্মী থেকে অনুরাগী, কলকাতা থেকে ঢাকা—সবার শুভেচ্ছায় ভাসছেন তাঁরা।

এর মধ্যে নববধূ পিয়া চক্রবর্তীর হাসপাতালে ভর্তির খবর এসেছে কলকাতার সংবাদমাধ্যমে। পিয়ার ঘনিষ্ঠজনের বরাতে সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ মঙ্গলবার কলকাতার ঢাকুরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয় পিয়াকে। কিছুদিন আগে পিয়ার কিডনিতে পাথর ধরা পড়ে, জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়। আজ সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচারের কথা রয়েছে।
গতকাল দুপুরে রেজিস্ট্রি বিয়ের পর রাতে ভবানীপুরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন ছিল। এতে অল্প কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

পিয়া চক্রবর্তী

পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী পেশায় একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী; শখের বশে গানও করেন তিনি। ‘তোমার অসীমে’, ‘কপালের ভাঁজে’, ‘জীবন-মরণের সীমানা ছাড়ায়ে’, ‘জলছবি’, ‘সকাল এক জাহাজভরা’সহ বেশ কয়েকটি গানে পাওয়া গেছে পিয়াকে। কলকাতার সংগীত শিক্ষাকেন্দ্র দক্ষিণি থেকে গানের তালিম নিয়েছেন পিয়া। তবে গানকে পেশা হিসেবে নেননি তিনি; কাজের অবসরে গান করেছেন।
কলকাতার সংবাদপত্রে এ সময়ের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দিল্লিতে যান পিয়া। দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপলজিতে পিএইচডি করেছেন। ভারতের বাইরেও একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে তাঁর।

হেড নামে পিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। করোনা মহামারি ও ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষকে ত্রাণ দিয়েছে সংস্থাটি।