২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ, যা বললেন অভিনেত্রী নুসরাত

নুসরাত জাহান। ইনস্টাগ্রাম
নুসরাত জাহান। ইনস্টাগ্রাম

আবারও বিতর্কে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার কথা বলে অর্থ নিয়ে এখনো সেই ফ্ল্যাট হস্তান্তর করেননি এই অভিনেত্রী। গত সোমবার কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) দপ্তরে নুসরাতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার লিখিত অভিযোগ করা হয়েছে। প্রতারণার শিকার কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে শঙ্কুদেব পাণ্ডা এই অভিযোগ দাখিল করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

এই অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন এই অভিনেত্রী। এই অভিনেত্রী জানান, এই সংস্থার সঙ্গে তখন যুক্ত থাকলেও এখন আর তিনি যুক্ত নেই।

নুসরাত জাহান। ইনস্টাগ্রাম

যে সংস্থার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে, সেই সংস্থা থেকে তিনি প্রায় ১ কোটি ১৬ লাখ রুপি ঋণ নিয়েছিলেন।

সেই অর্থে তিনি বাড়ি কিনেছেন। পরবর্তী সময়ে ২০১৭ সালের ৬ মে সুদসহ প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি পরিশোধ করেছেন। নুসরাত চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন।

নুসরাতের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালে একটি সংস্থার নামে এই অভিনেত্রী ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে প্রায় ২৪ কোটি রুপি নিয়েছেন, বাংলাদেশি টাকায় যা ৩১ কোটি টাকার বেশি। এই টাকায় জমি কিনে সেখানে নির্মাণ করা হবে ফ্ল্যাট।

নুসরাত জাহান

কথা ছিল তিন বছরের মধ্যে সবাইকে তিন রুমের একটি করে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও ভুক্তভোগী ব্যক্তিরা এখনো সেই ফ্ল্যাট পাননি।

এর আগে একই অভিযোগে কলকাতার গড়িয়াহাট থানার দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগী ব্যক্তিরা। মামলা হলেও ফ্ল্যাট কিংবা অর্থ কোনোটাই পাননি তাঁরা। উল্টো অভিযোগ উঠেছে, মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের নাকি হুমকি দেওয়া হয়েছে। তাই এবার ইডির দপ্তরে হাজির হয়েছেন ভুক্তভোগী ব্যক্তিরা। অভিযোগকারী ব্যক্তিদের দাবি, তাঁদের এই টাকা দিয়ে নিজের জন্য ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। বিষয়টি তদন্ত করতে ইডির কাছে আবেদন করেছেন তাঁরা।

নুসরাত জাহান এখন তাঁর পরবর্তী সিনেমা ‘মেন্টাল’-এর শুটিংয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই তিনি আজ দুপুরে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন।