‘চালচিত্র’ ছবিতে অপূর্ব। অভিনেতার ফেসবুক থেকে
‘চালচিত্র’ ছবিতে অপূর্ব। অভিনেতার ফেসবুক থেকে

অপূর্বর মধ্যে শাহরুখ খানের চার্ম আছে...

গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিনেমা ‘চালচিত্র’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে বাংলাদেশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। এই ছবি দিয়েই কলকাতার ছবিতে অভিষেক হলো ঢাকাই তারকার।

‘চালচিত্র’ ছবিতে অপূর্ব। অভিনেতার ফেসবুক থেকে

ছবি মুক্তির আগে এক সাক্ষাৎকারে অপূর্বর মধ্যে বলিউড তারকা শাহরুখ খানের চার্ম খুঁজে পাওয়া কথা জানিয়েছেন নির্মাতা।

ভারতীয় গণমাধ্যম ‘অন্য সময় প্রাইম’কে বলেন, ‘অপূর্বর মধ্যে শাহরুখের একটা চার্ম আছে। আর তাই অতি নাটকীয়ভাবে তাঁকে ব্যবহার করতে চেয়েছি। আগে ওর অনেক নাটক আমি দেখেছি। সেগুলো দেখেই মনে হয়েছে ওর মধ্যে শাহরুখের যে চার্মটা আছে, সেটাই ধরতে হবে।’

এই অ্যাকশন ধারার সিনেমায় অপূর্ব ছাড়াও আছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু ও রাইমা সেন। এর আগে মুক্তি পাওয়া ছবির ট্রেলারটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। কলকাতার ইউটিউবাররা ট্রেলারে অপূর্বর উপস্থিতির প্রশংসা করেছেন।

এর আগে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এ দেওয়া সাক্ষাৎকারে অপূর্বর ভূয়সী প্রশংসা করেছিলেন টোটা রায়চৌধুরী।

‘চালচিত্র’ ছবিতে টোটা রায়চৌধুরী। ফেসবুক থেকে

তিনি বলেন, ‘সে (অপূর্ব) এত বড় তারকা শুটিংয়ে সেটা বুঝতে দেয় না। কলকাতাতেও তাঁর অনেক ভক্ত।’ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন টোটা।

এদিকে আজ নিজের ফেসবুকে ‘চালচ্চিত্র’ সিনেমার লুক শেয়ার করে সিনেমার টিমের প্রতি শুভকামানা জানিয়েছেন অপূর্ব।