‘টেক্কা’য় দেব। ছবি : প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে
‘টেক্কা’য় দেব। ছবি : প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া...

দেব অভিনীত, সৃজিত মুখার্জি পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘টেক্কা’ নিয়ে আগে থেকে আগ্রহ সিনেমাপ্রেমীদের। ছবিটির টিজার মুক্তির পর সংলাপ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, এর পর থেকে আবারও চর্চায় ছবিটি। খবর সংবাদ প্রতিদিনের

এক শিশু অপহরণ নিয়ে সিনেমার গল্প। ট্রেলারে দেখা যায়, দেব এক শিশুকে অপহরণ করেন। মুক্তিপণ নয়, তাঁর দাবি অদ্ভুত, চাকরি ফেরত চান!

সিনেমার পোস্টার। আইএমডিবি

ট্রেলারে তাঁকে প্রশ্ন করতে দেখা যায়, ‘চাকরি ফেরত দেবে কে?’ ঘুণে ধরা সমাজ, সিস্টেমের বেড়াজালে জড়িয়ে নিম্নবিত্তরা যেভাবে নিত্যদিন ভোগান্তিতে নাকাল হন, সেই ঝলকই দেখালেন পরিচালক সৃজিত।

‘টেক্কা’র টিজারে ছাপোষা, সাদামাটাভাবে দেবকে হাজির করেছেন নির্মাতা। তাঁর কণ্ঠে শোনা যায়, ‘পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।’

ছবিতে ইকলাখের ভূমিকায় দেখা যাবে দেবকে। সে বাড়ির পরিচারক। এক মেয়েশিশুকে স্কুল থেকে অপহরণ করে সমাজের উঁচুতলার সঙ্গে প্রতিশোধ নিতে চায় ইকলাখ।

‘টেক্কা’র ট্রেলারে দেবকে এক ‘কমন ম্যান’ হিসেবে দেখা গেছে। ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ছবিতে আরও আছেন পরান বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, টোটা রায়চৌধুরী ও বিশ্বজিৎ ঘোষ।
আগামী ৮ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘টেক্কা’ নির্মিত হয়েছে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে।