সৌরভ ক্রিকেট বোর্ড ছাড়ার সঙ্গে এই সিনেমার শুটিং বন্ধ হওয়ার সম্পর্ক কী?

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী
ছবি: এএফপি

বিসিসিআই সভাপতির পদ থেকে বিদায় নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তবে সাবেক ভারতীয় অধিনায়কের দেশটির ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ ছাড়ার পর বন্ধ হয়ে গেছে টালিগঞ্জের একটি সিনেমার শুটিং। আপাতদৃষ্টে সৌরভের ক্রিকেট বোর্ড ছাড়ার সঙ্গে ছবির শুটিংয়ের বন্ধ হওয়ার কোনো সম্পর্ক থাকার কথা না। তারপরও সেটা হয়েছে, কারণ ছবিটির সঙ্গে সৌরভেরও সম্পর্ক আছে।

১৯৯৬ সালে টেস্ট অভিষেকেই লর্ডসে শতরান করেছিলেন সৌরভ। সেই ঘটনাসহ ‘দাদা’র ক্রিকেট জীবনের আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রুপালি পর্দায় আনার পরিকল্পনা করেছিলেন পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রানা সরকার প্রযোজিত ছবিটির নামও ঠিক হয়েছিল—‘কলকাতা ৯৬’। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না ছবিটি।

‘কলকাতা ৯৬’ দিয়েই পরিচালনায় অভিষেক হওয়ার কথা ছিল অভিনেতা রাহুলের
ছবি : ফেসবুক

ছবিটি বন্ধ করার সিদ্ধান্ত কেন নিয়েছেন প্রযোজক? এ প্রসঙ্গে রানা আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, লর্ডসে সেঞ্চুরির পর কলকাতায় তিন দিন ধরে উন্মাদনা হয়েছিল। ছবিতে সে ঘটনাই তুলে ধরতে চেয়েছিলেন তিনি। সেই ঘটনা পর্দায় তুলে ধরতে তাঁর প্রয়োজন ছিল ঘটনার ফুটেজ।

২০ জুন, সৌরভ–দ্রাবিড়ের অভিষেকের দিন

বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ সেই ফুটেজ প্রযোজককে দিতে চেয়েছিলেন। সেই আশাতেই তিনি ছবির কাজ গুছিয়ে নিচ্ছিলেন। এখন রানা সরকার মনে করছেন, সৌরভ বিসিসিআই ছাড়ায় তাঁদের পক্ষে ফুটেজ পাওয়া সহজ হবে না। সৌরভের সাহায্য ছাড়া ওই ফুটেজ জোগাড় করা সম্ভব হবে না বলেও মনে করছেন তিনি। তাই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন। নিজের সিদ্ধান্ত এর মধ্যে পরিচালককে জানিয়ে দিয়েছেন বলেও জানান রানা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

‘কলকাতা ৯৬’ দিয়েই পরিচালনায় অভিষেক হওয়ার কথা ছিল অভিনেতা রাহুলের। ছবিটির একটি চরিত্রে তিনি নিতে চেয়েছিলেন তাঁর ছেলে সহজকেও। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিই বন্ধ হয়ে গেল।